লখনউ: হ্যাকারদের কবলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের দফতরের টুইটার হ্যান্ডেল। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর দফতরের @CMOfficeUP-এই অ্যাকাউন্টটি হ্যাক করা হয়েছে। শুক্রবার গভীর রাত থেকে হ্যাকের পর একের পর এক টুইট করা হয়, তারপরেই বিষয়টি নজরে আসে।
কী করেছে হ্যাকাররা:
টুইটার অ্যাকাউন্টে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মুখ্যমন্ত্রীর দফতরের প্রোফাইলের ছবি ছিল। হ্যাকাররা সেটি পাল্টে একটি কার্টুনের ছবি ব্যবহার করে। হ্যাকিংয়ের পর ওই টুইটার হ্যান্ডেল থেকে একের পর এক টুইট হতে থাকে। টুইটগুলি (Tweet) দেখেই সন্দেহ হয় ফলোয়ারদের।
৪০ লক্ষেরও বেশি ফলোয়ার রয়েছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর দফতরের ট্যুইটার হ্যান্ডলের। বিষয়টি নজরে পড়তেই তৎপর হয়ে ওঠেন মুখ্যমন্ত্রীর দফতরের আধিকারিকরা। কিছুক্ষণ পরেই অবশ্য ওই টুইটার হ্যান্ডেল স্বাভাবিক হয়ে যায়।
অভিযোগ:
এদিন ফলোয়ারদের মধ্যেই অনেকে টুইট দেখে উত্তরপ্রদেশের পুলিশকে (UP Police) ট্যাগ করে টুইটারেই বিষয়টি নিয়ে অভিযোগ করেন। পরে অবশ্য টুইটার হ্যান্ডেলটি ঠিক হয়ে যায়। যদিও শনিবার সকাল পর্যন্ত বিষয়টি নিয়ে কোনও কিছু জানানো হয়নি উত্তরপ্রদেশ পুলিশের তরফে। কারা হ্যাকিংয়ের (Hack) পিছনে রয়েছে, কেন হ্যাক করা হয়েছিল, সেই সব নিয়ে শনিবার সকাল পর্যন্ত কিছু জানানো হয়নি প্রশাসনের তরফে।
এর আগে প্রধানমন্ত্রী এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার ট্যুইটার অ্যাকাউন্টও হ্যাক হয়েছিল। দেশের প্রশাসনের শীর্ষস্তরের নেতা, রাজনৈতিক ব্যক্তিত্বের টুইটার হ্যান্ডেলে হ্যাকারের কোপ নিয়ে বেড়েছে আশঙ্কা। কারা এর পিছনে রয়েছে, কেন হ্যাক করা হয়? উঠছে এই প্রশ্নগুলি। টুইটার হ্যান্ডেলগুলির নিরাপত্তা ঠিক রাখতে দ্রুত পদক্ষেপ করার আর্জি নেটিজেনদের।
আরও পড়ুন: ভর সন্ধ্যেয় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, ব্যাপক ভাঙচুর-হিংসা, উত্তপ্ত ফুলবাগান এলাকা