নয়াদিল্লি: উৎসবের মরসুমে ১ কোটিরও বেশি কেন্দ্রীয় কর্মচারী ও পেনশনভোগীদের উপহার দিল মোদী সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে মহার্ঘ ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী কেন্দ্রের ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত। এর ফলে কেন্দ্রের সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের বেতনের ফারাক আরও বাড়ল।


কত শতাংশ বৃদ্ধি:
কেন্দ্রীয় সরকারের তরফে ৪ শতাংশ ডিএ (DA) বৃদ্ধি করা হল। এর ফলে ৩৪ শতাংশ থেকে বেড়ে ডিএ হবে ৩৮ শতাংশ। জুলাই থেকে ডিসেম্বর ২০২২ পর্যন্ত মান্য় হবে এটি। কর্মচারী ও পেনশনভোগীরা ৩৮ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন।


বর্তমানে কেন্দ্রীয় কর্মচারী ও পেনশনভোগীদের ৩৪ শতাংশ হারে মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে। কিন্তু বর্তমান মুদ্রাস্ফীতির পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার তা ৪ শতাংশ বাড়িয়ে ৩৮ শতাংশ করল। সূত্রের খবর, কেন্দ্রীয় কর্মচারীদের অক্টোবরের বেতনের সাথে নতুন মহার্ঘ ভাতার পুরো অর্থ প্রদান করা হবে। অক্টোবর মাসে কর্মচারীদের বিগত ৩ মাসের সব বকেয়াও দেওয়া হবে। মহার্ঘ ভাতা (Dearness Allowance) বাড়ল ৪ শতাংশ। এর ফলে কেন্দ্রীয় কর্মচারীদের মহার্ঘ ভাতা ৩৮ শতাংশে পৌঁছবে। মহার্ঘ ভাতা বৃদ্ধির সাথে সাথে কেন্দ্রীয় কর্মচারীদের বেতনেও বড়সড় বদল আসতে চলেছে। কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তে উপকৃত হতে চলেছেন ৪৭ লক্ষ কর্মচারী এবং ৬৮ লক্ষ পেনশনভোগী।


হাতে কতটা টাকা আসতে পারে?
ধরা যাক একজন সরকারি কর্মচারীর মাসের মূল বেতন ৫৬০০০ টাকা। তাহলে ৩৮ শতাংশ হারে মহার্ঘ ভাতা হলে ২১২৮০ টাকা মহার্ঘ ভাতা পাওয়া যাবে। এর আগে ৩৪ শতাংশ মহার্ঘ ভাতা থাকায় ১৯০৪০ টাকা পাওয়া যেত। ফলে ৪ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি পাওয়ায় ওই ব্যক্তি প্রতিমাসে ২২৪০ টাকা বেশি পাবেন। 


যদি একজন কর্মচারীর মাসের মূল বেতন ১৮০০০ টাকা হয়, তাহলে ৩৪ শতাংশ হারে তিনি ৬১২০ টাকা মহার্ঘ ভাতা (Dearness Allowance) পান। এখন মহার্ঘ ভাতা ৩৮ শতাংশ হল, তখন মিলবে ৬৮৪০ টাকা। অর্থাৎ,প্রতি মাসে হাতে অতিরিক্ত ৭২০ টাকা আসবে।

একদিকে যখন কেন্দ্রীয় সরকারের ডিএ বৃদ্ধি পেল, অন্যদিকে রাজ্য সরকারের ডিএ নিয়ে আদালতের লড়াই চলেছে। ইতিমধ্যেই ডিএ নিয়ে কর্মচারীদের পক্ষেই রায় দিয়েছে আদালত। কিন্তু রাজ্য সরকারের কর্মচারীরা কবে বকেয়া ডিএ পাবেন, তা এখন অজানা। 


আরও পড়ুন: মহারাষ্ট্র মডেলে সরকার ফেলার চেষ্টা! গহলৌতের তোপ, বিদ্রোহে ঘনিষ্ঠদের শোকজ