নয়াদিল্লি: পাসপোর্ট পেতে পুলিশি ছাড়পত্র পাওয়া জরুরি (Passport)। সেই প্রক্রিয়া এ বার আরও সহজ হতে চলেছে। অনলাইন মাধ্যমে পোস্ট অফিসের পাসপোর্ট সেবা কেন্দ্রে (Post Office Passport Seva Kendras) এখন থেকে আবেদন করা যাবে পুলিশি ছাড়পত্রের জন্য (Police Clearance Certificate)। ২৮ সেপ্টেম্বর থেকেই চালু হল পরিষেবা।


পাসপোর্টের আবেদনে পুলিশি ছাড়পত্র পাওয়া এখন আরও সহজ


পাসপোর্টের আবেদন করার ক্ষেত্রে পুলিশি ছাড়পত্র জমা দেওয়াও বাধ্যতামূলক। বাড়ির কাছের স্থানীয় থানা থেকেই সেটি সংগ্রহ করতে হয়। আবেদনকারীর কোনও অপরাধে যুক্ত ছিলেন কি না, তা যাচাই করে দেখে শংসাপত্র দেয় পুলিশ (Passport Application)।


শুধু তাই নয়, বিদেশে চাকরি, দীর্ঘমেয়াদি ভিসা, অভিবাসন এবং অন্য দেশে বসবাসের অনুমতি চাওয়ার ক্ষেত্রেও পুলিশি ছাড়পত্র থাকা বাধ্যতামূলক। এ বার অনলাইন মাধ্যমে থেকে পোস্ট অফিসের পাসপোর্ট সেবা কেন্দ্র থেকেই ওই ছাড়পত্রের জন্য আবেদন জানানো যাবে।


আরও পড়ুন: Rupee Falls: টাকার দামে সর্বকালীন পতন, ডলার প্রতি ৮২ হওয়ার দিকে, উদ্বেগ বাজারে


বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, যে হারে পুলিশি ছাড়পত্রের চাহিদা বেড়ে চলেছে, তাতেই গোটা প্রক্রিয়াটিকে সহজতর করে তোলার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। যত শীঘ্র সম্ভব, সময় থাকতে যাতে পুলিশি ছাড়পত্র পান আবেদনকারীরা, তার জন্যও প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।


নাগরিকদের সুবিধার্থেই পরিষেবাকে সহজতর করে তোলার প্রচেষ্টা কেন্দ্রের


বিদেশমন্ত্রক এবং ভারতীয় ডাক পরিষেবা বিভাগের যৌথ উদ্যোগেই পোস্ট অফিস পাসপোর্ট সেবা কেন্দ্রের সূচনা। পাসপোর্ট সংক্রান্ত যাবতীয় পরিষেবা মেলে সেখান থেকে। কেন্দ্রের এই সিদ্ধান্তে ইতিবাচক সাড়া মিলেছে এখনও পর্যন্ত। এই মুহূর্তে দেশে ৪২৮টি পোস্ট অফিস পাসপোর্ট সেবা কেন্দ্র রয়েছে।


কেন্দ্র জানিয়েছে, এই পদক্ষেপে সাধারণ নাগরিকরা উপকৃত হবেন। ২৮ সেপ্টেম্বর থেকে পরিষেবা চালু হচ্ছে। তাতে বাড়িতে বসেই পুলিশি ছাড়পত্রের জন্য আবেদন জানানো যাবে। তবে বিদেশে চাকরিরর ক্ষেত্রে প্রয়োজনীয় বাকি শর্ত পূরণ হওয়াও জরুরি।


উল্লেখ্য, উত্তরপ্রদেশের ১৩ জেলায় ৮ হাজারের বেশি পাসপোর্টের আবেদন পড়ে রয়েছে। প্রয়োজনীয় নথি না থাকাতেই সেগুলি আটকে রয়েছে বলে খবর। আবেদনকারীদের অনেকেই সম্পূর্ণ নথি জমা দেননি বলে খবর। সেই আবহে কেন্দ্রের নয়া ঘোষণায় নাগরিকরা স্বস্তি পাবেন বলে মনে করা হচ্ছে।