Corbevax Vaccine DCGI Approval: করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে আরও একটি হাতিয়ার পেল ভারত। ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া (ডিসিজিএ) ১২ থেকে ১৮ বছরের কিশোর-কিশোরীদের জন্য বায়োলজিক্যাল ই লিমিটেডের করোনা টিকা কর্বেভ্য়াক্সের  (Corbevax) চূড়ান্ত ছাড়পত্র দিল। কর্বেভ্যাক্স টিকা মাংসপেশীর মাধ্যমে শরীরে পৌঁছে দেওয়া হবে এবং ২৮ দিনের মধ্যে টিকার দুটি ডোজ নিতে হবে। দুই থেকে আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাই এই টিকার স্টোরেজ করা যায়। 


এর আগে গত ১৪ ফেব্রুয়ারি ডিসিজিএ-র বিশেষজ্ঞ কমিটি বায়োলজিক্যাল ই-র করোনা টিকা কর্বেভ্যাক্সের শর্তসাপেক্ষে আপৎকালীন ব্য়বহারের জন্য সুপারিশ করেছিল। নীতি আয়োগ (স্বাস্থ্য) সদস্য ভিকে পল বলেছিলেন যে, টিকাকরণের অতিরিক্ত প্রয়োজনীয়তা ও আরও বেশি সংখ্যায় জনতাকে সামিল করার সমীক্ষা নিয়মিত করা হয়ে থাকে।  এই করোনা টিকা ভারতে তৈরি আরবিডি ভিত্তিক টিকা। 


এর আগে সূত্র মারফৎ জানা গিয়েছিল যে, সিডিএসসিও কোভিড-১৯ সংক্রান্ত বিশেষজ্ঞ কমিটি (এসইসি) আবেদনের বিষয়টি বিচার বিবেচনা করেছিল।  এবং বায়োলজিক্যাল ই-কে কর্বেভ্য়াক্স টিকা ১২ থেকে ১৮ বছর বয়সীদের মধ্য়ে সীমিতভাবে প্রয়োগে কিছু শর্তের উল্লেখ করে আপৎকালীন ব্যবহারে অনুমোদন দিতে সুপারিশ করেছিল। কমিটি বলেছিল যে, এই সুপারিশ চূড়ান্ত অনুমোদনের জন্য ডিসিজিআই-এর কাছে পাঠানো হয়েছে। 


গত ৯ ফেব্রুয়ারি ডিসিজিআইয়ের কাছে পাঠানো আবেদনে বায়োলজিক্যাল ই লিমিটেডের গুণমান এবং প্রবিধান শাখার প্রধান শ্রীনিবাসন কোসারাজু বলেছিলেন যে, কোম্পানি কর্বেভ্যাক্সের পাঁচ থেকে ১৮ বছর বয়সীদের মধ্যে দ্বিতীয় পর্বের মেডিক্যাল ট্রায়ালের  অনুমতি গত বছরের সেপ্টেম্বরে পাওয়া গিয়েছিল।  


উল্লেখ্য,  দেশে কোভিড-গ্রাফে স্বস্তি মিলেছে। ফের কমেছে দৈনিক মৃত্যু ও সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ২০৬ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৬৭৩।  দেশে একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৫১ জন।গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১৯ হাজার ৯৬৮।  এখনও পর্যন্ত করোনায় দেশে মৃত্যু হয়েছে ৫ লক্ষ ১২ হাজার ১০৯ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ২৮ লক্ষ ৩৮ হাজার ৫২৪।