অমৃতসর : অক্সিজেনের অভাবে ৫ করোনা রোগী সহ ৬ রোগীর মৃত্যু হল অমৃতসরে। এদিকে,অক্সিজেনের অভাবে জয়পুরের হাসপাতালে ২০ জন রোগীর মৃত্যু হয়েছে। ২০০ জন রোগীর অবস্থা সঙ্কটজনক বলে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। জয়পুরের গোল্ডেন হাসপাতালের ঘটনা। 


শুক্রবার অক্সিজেনের অভাবে দিল্লির শ্রী গঙ্গারাম হাসপাতালে ২৪ ঘণ্টার মধ্যে ২৫ জনের মৃত্যু হয়েছিল। কিছুক্ষণের মধ্যে হাসপাতালে অক্সিজেন না পৌঁছলে আরও ৬০ জনকে বাঁচানো যাবে না বলে আর্তি করেছিলেন হাসপাতালের ডিরেক্টর। যার পরই সেই হাসপাতালের উদ্দেশে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল অনেকে। বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে অক্সিজেনের সরবরাহ নিয়ে বৈঠকও করেছিলেন প্রধানমন্ত্রী।


তবে এখনও যে অক্সিজেন সরবরাহ পর্যাপ্ত মাত্রায় পৌঁছয়নি, সেটাই যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেল অমৃতসর, জয়পুরের ঘটনা।


এদিকে, একইভাবে দিল্লির জয়পুর গোল্ডেন হাসপাতালে অক্সিজেন সঙ্কট চরমে। ২০ জন করোনা রোগীর মৃত্যু। হাসপাতালের অধিকর্তা ডি কে বালুজা বলেন, ২০ কোভিড রোগী গতকাল রাতে মারা গেছেন। সকলেই ক্রিটিক্যাল ছিলেন। অক্সিজেন একেবারে নিঃশেষ না হলেও প্রেসার একেবারে ছিল না। তিনি জানান, শনিবার সকাল সোয়া ১০টার হিসেব অনুযায়ী, হাসপাতালে মাত্র ৪৫ মিনিটের অক্সিজেন রয়েছে। সেখানে রোগী রয়েছেন ২১০ জন। 


এছাড়াও, দিল্লির এলএনজেপি, বাটরা হাসপাতালে অক্সিজেন সঙ্কট দেখা দিয়েছে। ব্যাঙ্গলোরের বেসরকারি হাসপাতালে করোনা রোগীর অস্বাভাবিক মৃত্যু। হাসপাতালের ওয়ার্ড থেকে উদ্ধার হয়েছে ৬১ বছরের করোনা রোগীর ঝুলন্ত দেহ।আত্মহত্যা বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।


দেশে বেলাগাম করোনা সংক্রমণ। দিল্লিতে অক্সিজেনের জন্য হাহাকার। এই পরিস্থিতিতে অক্সিজেন সিলিন্ডার নিয়ে কালোবাজারির অভিযোগ উঠল। রাজধানীর দশরথপুরী এলাকায় একটি বাড়িতে তল্লাশি চালিয়ে ৩২টি বড় অক্সিজেন সিলিন্ডার ও ১৬টি ছোট অক্সিজেন সিলিন্ডার বাজেয়াপ্ত করেছে দিল্লি পুলিশ। শুরু হয়েছে তদন্ত। 


করোনার দ্বিতীয় ঢেউয়ে দেশজুড়ে অক্সিজেনের সঙ্কট। এই অবস্থায় দ্রুত অক্সিজেন পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে ভারতীয় রেল। ঝাড়খণ্ডের বোকারো থেকে বারাণসী ও লখনউতে পৌঁছল অক্সিজেনের তিনটি ট্যাঙ্কার। দ্বিতীয় ট্রেনে আরও চারটি অক্সিজেন ট্যাঙ্কার বোকারোয় পৌঁছেছে।