নয়াদিল্লি : পুরসভা বলেছিল, স্টোরেজ বা পার্কিংয়ের কাজে ব্যবহার করা যেতে পারে। কিন্তু, ব্যবহার হচ্ছিল লাইব্রেরি হিসাবে। আর তার জেরেই ঘটল মর্মান্তিক পরিণতি ! দিল্লির রাজিন্দর নগরের কোচিং সেন্টারে ৩ ছাত্র-ছাত্রীর মৃত্যুর ঘটনার পর এখন চর্চায় অভিশপ্ত সেই বেসমেন্ট। এই বেসমেন্টকেই লাইব্রেরি হিসাবে ব্যবহার করছিলেন ছাত্র-ছাত্রীরা। সেখানেই আচমকা জল ঢুকে যায় !


২০২১ সালে অগাস্টে দিল্লি পুরসভার তরফে নো অবেজকশন সার্টিফিকেট দেওয়া হয়েছিল রাজিন্দর নগরের রাও আইএএস স্টাডি সার্কেল সেন্টারকে। সেই সার্টিফিকেটের কথা উল্লেখ করে NDTV প্রতিবেদনে লিখেছে, ওই বেসমেন্ট শুধুমাত্র পার্কিং বা ঘরোয়া স্টোরেজ হিসাবে ব্যবহার করার কথা বলা হয়েছিল। 


চলতি মাসেই সিভিল সার্ভিস পরীক্ষার এই কোচিং সেন্টারকে  NOC দিয়েছিল দমকল বিভাগ। এই নথিও হাতে এসেছে NDTV-র। সেখানে উল্লেখ করা হয়েছে, অগ্নিনির্বাপণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা আছে বিল্ডিংটির। তবে অবশ্যই এই বেসমেন্ট আইন মেনে ব্যবহার করতে হবে। বেসমেন্টে পর্যাপ্ত ব্যবস্থা নিতে হবে যাতে জল নিষ্কাশন হয়ে তা বেসমেন্টে ঢুকে না পড়ে। আর, এই বেসমেন্টকে যদি অফিস বা বাণিজ্যিক উদ্দেশে ব্যবহার করা হয়, তাহলে সেখানে পর্যাপ্ত এক্সিট থাকতে হবে। কিন্তু, রাজিন্দর নগরের কোচিং সেন্টারে একটি মাত্র প্রবেশ ও প্রস্থান পথ ছিল। 


দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তানিয়া সোনি, শ্রেয়া যাদব ও নবীন ডেলভিন। প্রথম দুই ছাত্রীর বয়স হয়েছিল ২৫ বছর এবং নবীনের ২৮ বছর। গতকাল দিল্লিতে ভারী বৃষ্টিপাতের পর ওই বেসমেন্টে জল ঢুকে পড়ে। তাতে আটকে পড়েই প্রাণ হারান এই তিন জন। ঘটনার সময় বেসমেন্টে থাকা লাইব্রেরিতে আরও অনেক ছাত্র-ছাত্রী ছিলেন। ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন দিল্লির মেয়র শেলি ওবেরয়। এই ঘটনায় পুরসভার কোনও অফিসার অবহেলায় জড়িত কি না তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন তিনি। এদিকে একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। কোচিং সেন্টারের মালিক ও সমন্বয়কারীকে গ্রেফতার করা হয়েছে।


এদিকে ঘটনায় পুর কর্তৃপক্ষকে দায়ী করে এদিন বিক্ষোভে শামিল হন ছাত্র-ছাত্রীরা। রাজনৈতিক দোষারোপের পালাও শুরু হয়ে গিয়েছে। ঘটনায় আম আদমি পার্টিকে আক্রমণ করতে ছাড়েনি বিজেপি। MCD-তে ক্ষমতায় রয়েছে AAP-ই।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।