কলকাতা: মাদার টেরিজার (Mother Teresa) স্মৃতিধন্য মিশনারিজ অব চ্যারিটির (Missionaries of Charity) ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজের সিদ্ধান্ত নিয়ে এবার টুইটে ক্ষোভ প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। 


যদিও মিশনারিজ অব চ্যারিটির তরফে বলা হয়েছে যে, বিষয়টি তাঁদের অবগত। কিন্তু এখনই কিছু বলবেন না তাঁরা। এই ঘটনা নিয়ে এদিন টুইটে ক্ষোভ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, "ক্রিসমাসের আগে এটি খুব হতাশার খবর। বড়দিনের উৎসবের মধ্যে এই মিশনারিজ অফ চ্যারিটির অধীনে থাকা ২২ হাজার মানুষ বিপদে পড়েছেন। আটকে গিয়েছে খাদ্য ও ওষুধ বিতরণ। তবে আইন সবার ঊর্ধ্বে। কিন্তু মানবিকতাকেও এগিয়ে রাখতে হবে।"                                              




সূত্রের খবর, অ্যাকাউন্ট ফ্রিজের ফলে মিশনারিজ অব চ্যারিটির ২২ হাজার রোগীর সমস্যা বাড়বে। সমস্যা বাড়বে চ্যারিটির অধীনে যাঁরা কাজ করেন তাঁদেরও। মিশনারিজ অব চ্যারিটির বিনামূল্যে ওষুধ ও খাবার সরবরাহেও বিঘ্ন ঘটতে পারে বলে আশঙ্কা। প্রসঙ্গত, ১৯৫০ সালে কলকাতায় মাদার টেরিজা মিশনারিজ অব চ্যারিটি স্থাপন করেন। কলকাতা ছাড়াও দেশের অন্যত্র চ্যারিটি কাজ করে থাকে। বিদেশেও মিশনারিজ অব চ্যারিটির শাখা রয়েছে। ভারতে ২৪৩টি হোম রয়েছে সংস্থার।                                        


সেবা ক্ষেত্রে অবদানের জন্য ১৯৭৯ সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন মাদার। তাঁর মৃত্যুর বহু বছর বাদে ২০১২ সালে রাষ্ট্রসঙ্ঘ ৫ সেপ্টেম্বর দিনটিকে ইন্টারন্যাশনাল ডে অফ চ্যারিটি হিসেবে স্বীকৃতি দেয়। বছর দুয়েক আগে মাদারকে সন্তও ঘোষণা করা হয়। রোমের ভ্যাটিকান সিটিতে সেই অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে হাজিরও ছিলেন মমতা।