নয়াদিল্লি: আগামীকাল আন্তর্জাতিক যোগ দিবস। আর ঠিক তার আগেই যোগাসন শেখার জন্য এক বছরের কোর্সের ঘোষণা করল দিল্লি সরকার। এক বছরের এই ডিপ্লোমা কোর্সের নাম মেডিটেশন এন্ড যোগ সায়েন্স।


আজ, রবিবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল জানান, যোগাসন এবং ধ্যানের জন্য দিল্লি সরকার প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করেছিল। তিনি বলেন, যাঁরা একসঙ্গে অনেকে মিলে যোগাসন শিখতে যান তাঁদের জন্য বিনামূল্যে প্রশিক্ষকের ব্যবস্থা করবে দিল্লি সরকার। যোগাসনের জন্য একটি নির্দিষ্ট বাজেট রয়েছে আমাদের। যোগাসন দিল্লিতে গণ আন্দোলন গড়ে তুলতে পারে বলে এদিন এক অনুষ্ঠানে জানান মুখ্যমন্ত্রী। ওই ভার্চুয়াল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৪৫০ জন যোগব্যায়াম প্রশিক্ষক।


একইসঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, যাঁরা যোগাসন শিখতে আগ্রহী তাঁদের জন্য এক বছরে ডিপ্লোমা কোর্সের ব্যবস্থাও করা হয়েছে।  যার নাম মেডিটেশন এন্ড যোগ সায়েন্স। মোট ৪৫০ জন পড়ুয়া নাম নথিভুক্ত করতে পারবেনষ কেজরীবাল জানিয়েছেন, চলতি বছর ১ অক্টোবর থেকে দিল্লির বিভিন্ন প্রান্তে প্রশিক্ষণ শুরু হবে। বিনামূল্যেই এই প্রশিক্ষণ নিতে পারবেন সংশ্লিষ্টরা।


এদিন আম আদমি পার্টির পক্ষ থেকে ট্যুইটারে লিখেছে, যোগ দিবসের প্রাক্কালে দিল্লিবাসীর জন্য উপহার। যোগাসন করোনা পর্বে আরও বেশি গুরুত্বপূর্ণ। করোনাকে হারাতে গেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো উচিত। করোনা থেকে সুস্থ হয়ে ওঠার পরেও নিয়মিত  ধ্যান এবং যোগাসন করা প্রয়োজন। আমরা সাধারণ মানুষকে প্রাণায়মও শেখাব।


উল্লেখ্য, আগামীকাল ২১ জুন সপ্তম আন্তর্জাতিক যোগ দিবস। এই বিশেষ দিনে সকালে অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। করোনা আবহে এই নিয়ে দ্বিতীয় বছর যোগ দিবসের অনুষ্ঠানে মানা হবে শারীরিক দূরত্ব। আর তাই সংক্রমণের আশঙ্কায় এবারও সব অনুষ্ঠানই হবে ভার্চুয়ালি। রবিবার নিজের ট্যুইটার হ্যান্ডেলে সেকথা জানিয়ে ট্যুইট করেছেন প্রধানমন্ত্রী। লিখেছেন, আগামিকাল ২১ জুন, আমরা সপ্তম যোগা দিবস পালন করব। 'সু-স্বাস্থ্যেক জন্য যোগা' এটাই এই বছরের থিম। আগামিকাল সকাল ৬:৩০-এ যোগা দিবসের অনুষ্ঠান সম্প্রচারিত হবে।