নয়া দিল্লি : করোনায় সব মৃতের পরিবারকে ৪ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া সম্ভব নয়। তাতে বিপর্যয় ত্রাণ তহবিল শেষ হয়ে যাবে। সুপ্রিম কোর্টকে একথা জানাল মোদি সরকার।


কেন্দ্রের তরফে অ্যাপেক্স কোর্টে জানানো হয়েছে, করোনায় যাঁরা মারা গেছেন, তাঁদের প্রত্যেকের জন্য যদি ৪ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিতে হয়, তাহলে SDRF-এর পুরো টাকা সম্ভবত শেষ হয়ে যাবে। সামগ্রিক খরচ আরও বাড়তে পারে। 


গতরাতে ১৮৩ পাতার ওই হলফনামায় কেন্দ্রের তরফে আরও বলা হয়েছে, কোভিড ছাড়া অন্য কোনও রোগে ক্ষতিপূরণ না দেওয়াটা "অন্যায্য" হবে। 


কোভিডে মৃতদের পরিবারের জন্য ন্যূনতম ক্ষতিপূরণের আবেদনের পরিপ্রেক্ষিতে সরকার বলেছে, যদি করোনায় মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে গিয়ে SDRF-এর পুরো টাকা শেষ হয়ে যায়, তাহলে করোনা মোকাবিলার জন্য যথেষ্ট তহবিল থাকবে না। চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনীয় সরবরাহ বা ঘূর্ণিঝড়-বন্যার মতো বিপর্যয় মোকাবিলার মতো তহবিলও পাওয়া যাবে না। কাজেই করোনায় সকল মৃতের জন্য ক্ষতিপূরণ দেওয়ার যে আবেদন উঠেছে তা রাজ্য সরকারের আর্থিক সামর্থের বাইরে।


উল্লেখ্য, গত সোমবার করোনায় মৃত পরিবারগুলিকে চার লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ও এই মারণ ভাইরাসে নিহতের ডেথ সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে অভিন্ন নীতি সংক্রান্ত বিষয়ে কেন্দ্রের জবাব জানতে চেয়েছিল সুপ্রিম কোর্ট। বিচারপতি অশোক ভূষণ ও বিচারপতি এমআর শাহর ভ্যাকেশন বেঞ্চ করোনায় মৃতদের ডেথ সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে আইসিএমআরের নির্দেশিকা জমা দিতে বলেছিল। আদালত বলেছিল, এ ব্যাপারে অভিন্ন নীতি থাকা দরকার। ২০০৫-এর বিপর্যয় মোকাবিলা আইনের সংস্থান অনুযায়ী, করোনায় মৃতদের পরিবারগুলি চার লক্ষ টাকা করে ক্ষতিপূরণ প্রদানের জন্য কেন্দ্র ও রাজ্যগুলিকে নির্দেশ দেওয়ার আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে একটি পিটিশন দায়ের হয়েছিল। সেইসঙ্গে ডেথ সার্টিফিকেটের ক্ষেত্রে অভিন্ন নীতির আর্জি জানিয়েও একটি পিটিশন দায়ের হয়েছিল। এই দুটি পৃথক পিটিশনের শুনানিতে কেন্দ্রের কাছে জবাব চেয়েছিল সুপ্রিম কোর্ট।