নয়াদিল্লি: ২৩ জানুয়ারি উদ্বোধন হয়েছিল নেতাজির হলোগ্রাম স্ট্যাচুর, তবে সেখানেই শেষ জাঁকজমক। অভিযোগ এরপর থেকে অন্ধকারেই পড়ে পড়ে রয়েছে নেতাজির হলোগ্রাম স্ট্যাচু! আর তার জেরেই ক্ষোভে ফুঁসছে তৃণমূল। বুধবার প্রতিবাদে ইন্ডিয়া গেটে বিক্ষোভ দেখান তৃণমূলের সাংসদরা।
অন্ধকারে ঢেকেছে ইন্ডিয়া গেটে সুভাষচন্দ্র বসুর (Netaji Subhas Chandra Bose) হলোগ্রাম মূর্তি। আলো নেই একটুও। ফলে দেখাই যাচ্ছে না মূর্তিটি। আর তা নিয়ে কার্যত প্রতিবাদে ফেটে পড়লেন তৃণমূল (TMC) সাংসদরা। বৃহস্পতিবার সন্ধেবেলা ইন্ডিয়া গেটে তাঁরা প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখান সৌগত রায়, সুখেন্দুশেখর রায়রা।
উল্লেখ্য, গত ২৩ জানুয়ারি দেশজুড়ে পালিত হয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুর (NetajI Subhas Chandra Bose) ১২৫ তম জন্মবার্ষিকী। এদিন সন্ধে ৬ টায় ইন্ডিয়া গেটে (India Gate) নেতাজির হলোগ্রাম মূর্তির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। ল্যুটিয়েন্স দিল্লির ইন্ডিয়া গেটে ছিল রাজা পঞ্চম জর্জের একটি মূর্তি। সেটি ১৯৬৮ সালে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়। সেখানেই বসে নেতাজির মূর্তি।
সরকারি সূত্রের জানানো হয়, গ্রানাইটের তৈরি নেতাজির মূর্তিটি হবে ২৮ ফুট উঁচু ও প্রস্থ ৬ ফুট। মূর্তিটি তৈরি করছেন ভাস্কর অদ্বৈত গদনায়ক। তবে এই গ্রানাইটের মূর্তি তৈরি না হওয়া পর্যন্ত সেই জায়গায় থাকবে নেতাজির হলোগ্রাম স্ট্যাচু। সেটিরই আজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। নেতাজির হলোগ্রাম মূর্তিটি তৈরির জন্য একটি ফোরকে প্রোজেক্টর ব্যবহার করা হয়েছে। প্রোজেক্টরের মাধ্যমে তৈরি হয়েছে ত্রিমাত্রিক ছবি। সেটিই হলোগ্রাম মূর্তি হিসেবে আপাতত ইন্ডিয়া গেটে থাকবে।
সেই সপ্তাহেই ট্যুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, "দিল্লির ইন্ডিয়া গেটে (India Gate) বসছে নেতাজির (Netaji Subhas Chandra Bose) স্ট্যাচু। ২৩ জানুয়ারি নেতাজির ১২৫ তম জন্মদিনে ইন্ডিয়া গেটে গ্র্যানাইটে তৈরি তাঁর মূর্তির উদ্বোধন করা হবে। ভারত কতটা ঋণী, তা প্রমাণ করবে এই মূর্তি। যতদিন না মূর্তির কাজ শেষ হয়, ততদিন হলোগ্রাম স্ট্যাচু থাকবে ওই জায়গায়। ২৩ জানুয়ারি সেই হলোগ্রাম স্ট্যাচুর উদ্বোধন হবে।'' সেই মতো এদিন সন্ধে নাগাদ হলোগ্রাম মূর্তির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)।
আজ নেতাজির ১২৫-তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ট্যুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি লিখেছেন, "সমস্ত দেশবাসীকে পরাক্রম দিবসের শুভেচ্ছা। ১২৫ তম জন্মবার্ষিকীতে নেতাজি সুভাষচন্দ্র বসুকে আমার শ্রদ্ধাঞ্জলি। তাঁকে প্রণাম জানাই।'' "তাঁর অসামান্য অবদানের জন্য গোটা দেশ গর্বিত।'' ট্যুইটে লেখেন প্রধানমন্ত্রী।