নয়াদিল্লি: দীপাবলির (Diwali) দুদিন পেরিয়ে গিয়েছে। কিন্তু পরিস্থিতির বদল হয়নি। রাজধানী দিল্লির (Delhi) বাতাসের মান এখনও গুরুতর। দিল্লি-এনসিআর (Delihi-NCR) -এলাকায় তীব্র ধোঁয়ার ঘন স্তরে ঢেকে গিয়েছে। যাঁর কারণ হিসেবে উঠে এসেছে দীপাবলির রাতে একাংশের মানুষের বাজি পোড়ানো সহ খড় পোড়ানো। তথ্য অনুযায়ী গত ৫ বছরের মধ্যে এবছরই দীপাবলির সময় সবচেয়ে খারাপ পরিস্থিতি।


ভূ বিজ্ঞান মন্ত্রকের (Ministry of Earth Sciences) বায়ু মানের পূর্বাভাস সংস্থা (Air Quality Forecast Agency) সিস্টেম অব এয়ার কোয়ালিটি এন্ড ওয়েদার ফরকাস্টিং এন্ড রিসার্চ বা SAFAR জানিয়েছে আজ সকাল ৬টাতে দিল্লিতে বায়ু মানের সূচক (AQI) ছিল ৩৩৩-তে। বায়ু মানের সূচকের শূন্য থেকে ৫০-র মধ্যে থাকলে ধরা হয় ভালো। ৫১ থেকে ১০০- মধ্যে সন্তোষজনক, ১০১ থেকে ২০০-র মধ্যে সহনীয় , ২০১ থেকে ৩০০-র মধ্যে খারাপ, ৩০১ থেকে ৪০০-র মধ্যে খুব খারাপ, ৪০১ থেকে ৫০০-র মধ্যে গুরুতর।


দিল্লি পরিবেশ মন্ত্রী (Environment Minister) গোপাল রাই (Gopal Rai ) বলেন, নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও একাংশে মানুষ দীপবলিতে বাজি ফাটিয়েছেন। তাঁর অভিযোগ বিজেপির উস্কানিতে বাজি ফাটিয়েছেন তাঁরা। তাঁর কথায় গত দুদিন ধরে দিল্লির বাতাসের মান একই রকম রয়েছে। এই পরিস্থিতির জন্য দুটো বিষয় দায়ী। এক, বাজি পোড়ানো। দুই, খড় পোড়ানো। যাঁরা বাজি পোড়াননি তাঁদের ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু কয়েকজন এই কাজে সামিল হয়েছেন নিষেধাজ্ঞা সত্ত্বেও। যা হয়েছে বিজেপির উস্কানিতেই।


বায়ু মানের পূর্বাভাস সংস্থা সিস্টেম অব এয়ার কোয়ালিটি এন্ড ওয়েদার ফরকাস্টিং এন্ড রিসার্চ বা SAFAR দিল্লির বায়ুদূষণের কারণ হিসেবে ৩৬ শতাংশ দায়ী খড় পোড়ানো। যা এই মরসুমে সর্বোচ্চ। সিস্টেম অব এয়ার কোয়ালিটি এন্ড ওয়েদার ফরকাস্টিং এন্ড রিসার্চের প্রোজেক্ট ডিরেক্টর জানিয়েছেন, “সামগ্রিকভাবে দিল্লির বায়ুর মান গুরুতর। যার একটা অংশ বাজি। খড় পোড়ানোর জন্য দায়ী মোট দূষণের ৩৬ শতাংশ।’’