নয়াদিল্লি: পেট্রোল-ডিজেলের (Fuel Price) ওপর এক্সাইজ ডিউটি কমিয়েছে কেন্দ্র। এর ফলে, গত ৪ তারিখ  থেকে কমে জ্বালানির দাম। বৃহস্পতিবার কলকাতায় লিটারে ৫ টাকা ৮২ পয়সা কমে পেট্রোলের নতুন দাম হয় ১০৪ টাকা ৬৭ পয়সা। লিটারে ১১ টাকা ৭৭ পয়সা কমে ডিজেলের দাম। 


গ্রাহকদের স্বার্থে রাজ্যগুলির কাছেও পেট্রোল-ডিজেলে ভ্যাট কমানোর আবেদন জানিয়েছে কেন্দ্রীয় সরকার। এরপরই সঙ্গে সঙ্গে পেট্রোল-ডিজেলে ভ্যাট কমাল গুজরাত, হরিয়ানা, অসম, ত্রিপুরা, কর্ণাটক, গোয়া, মণিপুর ও উত্তরাখণ্ড, বিজেপি শাসিত ৮ রাজ্য। পেট্রোল-ডিজেলে ভ্যাট কমিয়েছে ওড়িশা ও সিকিম সরকারও। এখন নিম্নলিখিত ২২ রাজ্যে ভ্যাট কমানো হয়েছে পেট্রোল ডিজেলের উপর থেকে। সেগুলি হল - 



  • কর্ণাটক ( Karnataka )

  • গুজরাত (Gujarat)

  • উত্তর প্রদেশ (Uttar Pradesh)

  • হিমাচল প্রদেশ (Himachal Pradesh)

  • মধ্য প্রদেশ (Madhya Pradesh)

  • হরিয়ানা (Haryana)

  • ত্রিপুরা (Tripura)

  • গোয়া (Goa)

  • উত্তরাখণ্ড (Uttarakhand)

  • নাগাল্যান্ড (Nagaland)

  • মিজোরাম (Mizoram)

  • মণিপুর (Manipur)

  • অসম (Assam)

  • চণ্ডীগড় (Chandigarh)

  • বিহার (Bihar)

  • জম্মু ও কাশ্মীর (Jammu and Kashmir)

    কেন্দ্র উত্পাদন শুল্ক কমালেও, ১৪টি রাজ্যে কমেনি পেট্রোল-ডিজেলের দাম। তালিকা প্রকাশ করে জানাল পেট্রোলিয়াম মন্ত্রক। কেন্দ্রের বিজ্ঞপ্তিতে উল্লেখ, এক্সাইজ ডিউটি কমানোয় ২২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে কমানো হয়েছে জ্বালানির দাম। অন্যদিকে, এই ১৪টি রাজ্যে পেট্রোল-ডিজেলের দামের ওপর ভ্যাট কমানো হয়নি।



  • মহারাষ্ট্র (Maharashtra)

  • দিল্লি (Delhi)

  • পশ্চিমবঙ্গ (West Bengal)

  • তামিলনাডু (Tamil Nadu)

  • তেলেঙ্গনা (Telangana)Andhra Pradesh

  • কেরল (Kerala)

  • মেঘালয় (Meghalaya)

  • আন্দামান ও নিকোবর (Andaman And Nicobar)

  • ছত্তীসগড় (Chhattisgarh)

  • পঞ্জাব (Punjab)

  • Rajasthan


 বেশ কয়েকটি রাজ্যে উপনির্বাচনে বিজেপির হারের কারণেই পেট্রোল-ডিজেলের দাম কমানো হয়েছে বলে কটাক্ষ করেছে কংগ্রেস।  কেন্দ্র পেট্রোল-ডিজেলের দামে ভ্যাট কমানোয় মোদি সরকারকে খোঁচা দেন প্রিয়ঙ্কা গাঁধী। কংগ্রেসের সাধারণ সম্পাদকের ট্যুইট, হৃদয় থেকে নয়, এই সিদ্ধান্ত ভয় থেকে নেওয়া। তবে আসন্ন নির্বাচনে এই লুঠের জবাব দিতে হবে।

অন্যদিকে, পেট্রোল-ডিজেলের দামে উত্পাদন শুল্ক কমানোয় মোদি সরকারকে খোঁচা দেয় তৃণমূলও।  তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক ট্যুইটে লেখেন, ... নিজেরা দাম বাড়িয়ে সামান্য কমানোর নাটক। কর কেন্দ্র বেশি পায়। ক্ষতি কম। বিজেপি শাসিত রাজ্যগুলি কেন্দ্রের প্রাপ্য পায়। বাড়তি পায়। কর কমালেও পুষিয়ে দেয়। বাংলা বকেয়াই পায় না। লাগাতার রেকর্ড দাম বাড়িয়ে মানুষের চোখে ধুলো দিতে কর কমানোর নাটক। আগে মূল দাম কমানো হোক।