নয়াদিল্লি: পেট্রোল-ডিজেলের (Petrol and Diesel Prices) এক্সাইজ ডিউটি কমানো নিয়ে বিজেপিকে আক্রমণ শিবসেনার (Shiv Sena)। দলীয় মুখপত্র সামনায় লেখা হয়েছে, সাধারণ মানুষের কাছে বিজেপি এটাকে দীপাবলির (Diwali) উপহার বলে প্রচার করছে। আসল কথা হল, ১৩টি রাজ্যে লোকসভা-বিধানসভা উপনির্বাচনে বিজেপির ঢোল ফাঁসিয়ে দিয়েছেন ভোটাররা।


পেট্রোপণ্যের দাম কমানো নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে দলীয় মুখপত্র সামনায় (Samna) তোপ দেগেছে শিবসেনা। সেখানে লেখা হয়েছে, বিজেপির (BJP) ঢাক পেটানোয় বিরাম নেই। উপনির্বাচনে হারের পরেই ওদের হুঁশ ফিরেছে। জ্বালানির দাম কমিয়ে কেন্দ্র যদি দীপাবলির উপহারই দিতে চাইবে, তাহলে সেটা আগেই দিল না কেন? যদি কেন্দ্রের দীপাবলির উপহার দেওয়ার সদিচ্ছা থাকত, তাহলে তারা মানুষের পকেট ভরানোর কথা ভাবত, তাদের উনুন জ্বালানোর ব্যবস্থা করত। কিন্তু কেন্দ্র এমন সদিচ্ছা দেখায়নি।


দেশের একাধিক রাজ্যে লোকসভা ও বিধানসভা উপনির্বাচনে (By-Elcetion) ধাক্কা খাওয়ার পর বুধবার পেট্রোলে লিটার প্রতি ৫ টাকা আর ডিজেলে লিটার প্রতি ১০ টাকা উৎপাদন শুল্ক কমানোর কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। এতদিন উৎপাদন শুল্ক কমিয়ে জ্বালানি তেলের দাম কমানোর জন্য মোদি সরকারের কাছে দাবি জানিয়ে আসছিল বিরোধী দলগুলি। আর এই পরিস্থিতিতে, মোদি সরকার জ্বালানির দাম সামান্য কমানোর ঘোষণার পরই, বিজেপির তরফে একের পর এক ট্যুইট করে এই সিদ্ধান্তের ফলে মানুষ বিশাল উপকৃত হবে বলে দাবি করা হয়। এরপরই বিজেপি কড়া ভাষায় আক্রমণ করেন বিরোধীরা। বেশ কয়েকটি রাজ্যে উপনির্বাচনে বিজেপির হারের কারণেই পেট্রোল-ডিজেলের এক্সাইজ ডিউটি কমানো হয়েছে বলে কটাক্ষ করেছে কংগ্রেস (Congress)। 


অন্যদিকে শিবসেনা সেনা অরবিন্দ সাবন্ত কেন্দ্র সহ অন্যান্য বিজেপি শাসিত রাজ্যকে তোপ দাগেন। তিনি বলেন, এটা বিজেপির নির্বাচনের কৌশল। এই সব ‘জুমলা’ ধরা পড়ে গিয়েছে। যখন প্রতি ব্যারেলের পেট্রোলের দাম ছিল ১১৭ টাকা তখন ভারতে পেট্রোলের দাম ৭৪ টাকা। কিন্তু প্রতি ব্যারেলের পেট্রোলের দাম যখন ৮৪ টাকা তখন পেট্রোল ১১০ টাকা প্রতি লিটার। আন্তর্জাতিক বাজারে পেট্রোলের দাম যখন সস্তা তখন সেই অনুযায়ী দেশেও দাম নির্ধারণ করা উচিত।


আরও পড়ুন: Petrol, Diesel Price Cut: কেন্দ্র উৎপাদন শুল্ক কমালেও পশ্চিমবঙ্গ ছাড়া আর কোন কোন রাজ্যে ভ্যাট কমানো হয়নি ?