নয়া দিল্লি : ১০ বছরের বেশি পুরনো ডিজেল গাড়ি নিয়ে এবার চিন্তার অবসান হয়ে চলেছে রাজধানীতে। এইসব গাড়িও এবার থেকে ছুটতে পারবে দিল্লির রাস্তায়। কিন্তু, কীভাবে ? ব্যস, শুধুমাত্র একটা বৈদ্যুতিন কিট বসাতে হবে গাড়িতে। আর তা করলেই রাজধানীর রাস্তায় ১০ বছরের বেশি পুরনো ডিজেল গাড়ি চালানোর অনুমতি দেবে দিল্লি সরকার।


কিন্তু, প্রশ্ন হচ্ছে এই ধরনের কিটের দাম কত পড়বে ? বা, কতটা সহজ বিষয়টা ? জানা যাচ্ছে, এই কিট নির্মাতারা পরিবহণ বিভাগ কর্তৃক তালিকাভুক্ত হলেই কিটের রূপান্তর শুরু হবে। তবে বিভিন্ন গাড়ির ক্ষেত্রে এই ধরনের কিট সার্টিফাই করার প্রক্রিয়া দীর্ঘ হতে পারে। পুণের ইলেক্ট্রিক কিট কনভার্সন নির্মাতা সংস্থা নর্থওয়ে মোটরস্পোর্ট। তারা Dzire-এর মতো জনপ্রিয় সংস্থার গাড়ির ক্ষেত্রে এই কিট তৈরি করছে।


কিন্তু, এই কিট ইনস্টল করার প্রক্রিয়াটা কি আদৌ সোজা হবে ? EV কিট কনভার্সন নির্মাতাদের বক্তব্য, ইঞ্জিন সরিয়ে ফেলার পর এই কিট প্লাগ ইন করা খুবই সোজা। কিছু প্রয়োজনীয় অংশ অবশ্যই থাকছে। যার অর্থ, এটা আদৌ জটিল কাজ নয়। তাছাড়া ইন্সট্রুমেন্ট ক্লাস্চার ও গিয়ারবক্স স্টে-র মতো অংশগুলিও অপরিবর্তি থাকছে।


অপর একটি প্রশ্ন হচ্ছে এর রেঞ্জ কী হবে বা দাম কত পড়তে পারে ? আশা করা হচ্ছে, এই কিট ২০০-র বেশি বা ২৫০ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে পারে। যা শহরে ব্যবহারের পক্ষে যথেষ্ট। যা Tata Tigor EV-র সমতুল্য। এই অর্থে বললে, এই রেঞ্জটা যথেষ্ট ভাল। তবে দামের বিষয়টিও রয়েছে। এই কিটের দাম ৫ লক্ষ বা তার বেশি। যার অর্থ, গাড়ির মালিককে সিদ্ধান্ত নিতে হবে একটা পুরনো গাড়ির পিছনে এই পরিমাণ টাকা খরচ করবেন কি না ? নাকি পুরনো গাড়িটা বিক্রি করে দিয়ে নতুন গাড়ি নেবেন ? অপর একটি বিষয় হচ্ছে- চার্জিং নেটওয়ার্ক। বৈদ্যুতিক শক্তি ব্যবহার করে দিল্লির রাস্তায় এই ধরনের পুরনো গাড়ি ব্যবহারের উপায় রয়েছে। এই সংক্রান্ত আরও তথ্য আগামীদিনে পাওয়া যাবে। তাই এবিষয়ে নজর রাখুন।