নয়াদিল্লি: জামিন পেলেন দিশা রবি। কিছুক্ষণ আগে দিল্লি নগর দায়রা আদালত ১ লক্ষ টাকারদুটি বন্ডের বিনিময়ে তাঁর জামিন মঞ্জুর করেছে।


টুলকিট মামলায় জড়িত থাকার দায়ে কিছুদিন আগে দিল্লি পুলিশ বেঙ্গালুরুতে গিয়ে গ্রেফতার করেছিল তরুণ পরিবেশকর্মী দিশা রবিকে।



এদিন সকালেই কৃষক আন্দোলনের সঙ্গে জুড়ে যাওয়া বিতর্কিত টুলকিট ইস্যু নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য দিশাকে নিয়ে যাওয়া হয়েছিল দিল্লি পুলিশের সাইবার সেলের অফিসে। সূত্রের খবর সেখানে দিশাকে এই ইস্যুর অপর দুই অভিযুক্ত নিকিতা জেকব ও শান্তনু মুলুকের সঙ্গে বসিয়ে জেরা করা হয়।


গতকালই দিশাকে পাঁচ দিনের রিমান্ডের শেষে ফের পুলিশি হেফাজতে পাঠিয়েছিল দিল্লি পাতিয়ালা কোর্ট।