ওয়েনাড়:  কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গাঁধীর বয়স ৫০ বছর। কিন্তু এখনও তিনি অবিবাহিত। তাঁর কোনও গার্লফ্রেন্ড রয়েছে কিনা, সে ব্যাপারে কারুর কিছু জানা নেই। আর এই প্রসঙ্গে রাহুল গাঁধীও প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি। কিন্তু সম্প্রতি পুদুচেরিতে গিয়ে এমনই প্রশ্নের সামনে পড়তে হল ওয়েনাড়ের কংগ্রেস সাংসদকে। দেখে নেওয়া যাক, এই প্রশ্নের কী উত্তর দিলেন রাহুল। 
আসলে পুদুচেরিতে স্কুলের পড়ুয়াদের এক অনুষ্ঠানে এসেছিলেন রাহুল গাঁধী। সেখানে তাঁকে দেখা গেল ভিন্ন মেজাজে। বেশিরভাগ সময়ই সাদা কুর্তা ও পাজামা পরেন রাহুল। কিন্তু ওই অনুষ্ঠানে তাঁর পরনে ছিল নীল রঙের টি-শার্ট আর প্যান্ট। স্কুল পড়ুয়াদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিলেন রাহুল। এক পড়ুয়া ‘স্যর’ বলে ডাকলে, রাহুল বলেন, ‘আমার নাম স্যর নয়। রাহুল এ কথা বলতেই পড়ুয়ারা আনন্দে শোরগোল ফেলে দেয় এবং করতালিও দেয়। রাহুল বলেন, তোমরা তোমাদের শিক্ষক, প্রিন্সিপালকে স্যর বল। আমাকে রাহুল অন্না বলেই ডাকতে পারো’।  
এরই মধ্যে এক ছাত্রী প্রশ্ন করে, ‘আপনার কি গার্লফ্রেন্ড রয়েছে?’ এই প্রশ্ন শুনে সবাই হেসে ফেলেন। হাসি চাপতে পারেননি রাহুলও। এরপর হাসতে হাসতেই উত্তর দিতে বললেন, ‘এটা আমরা অন্য কোনও দিনের জন্য ছেড়ে দিচ্ছি’। 



‘রাজনীতির বাইরেও কি আপনার বন্ধু রয়েছে, আপনার কতজন বান্ধবী ও তাঁরা কোন ক্ষেত্রের?’
এই প্রশ্নের উত্তরে রাহুল বলেছেন, ‘আমার অনেক বন্ধু। কেউ রাজনীতিতে রয়েছে, কেউ রাজনীতির বাইরে। তাদের মধ্যে এমনও কেউ রয়েছে, যে রাজনৈতিক প্রতিপক্ষ। কিন্তু আমি বন্ধুর মতোই দেখি’। 


‘এলটিটিই-র হামলায় আপনার বাবার মৃত্যু হয়েছিল। ওই মর্মান্তিক ঘটনা সম্পর্কে আপনার অনুভূতি কেমন?’


রাহুল এর উত্তরে বলেছেন, ‘বাবা রাজীব গাঁধীর হত্যায় অত্যন্ত শোকাহত হয়েছিলাম। কিন্তু এই ঘটনার সঙ্গে যুক্তদের প্রতি আমার মনে কোনও রাগ বা ঘৃণা নেই। আমি তাদের ক্ষমা করে দিয়েছি’।