নয়াদিল্লি : ঝাড়খণ্ডের প্রাক্তন রাজ্যপাল দ্রৌপদী মুর্মুকে (  Draupadi Murmu as the Presidential candidate for NDA) এনডিএ-র রাষ্ট্রপতি প্রার্থী হিসাবে ঘোষণা করার পরে, কেন্দ্রের তরফে  আজ থেকে  তাঁকে দেওয়া হল সশস্ত্র সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) এর রাউন্ড-দ্য-ক্লক Z+ ক্যাটেগরির নিরাপত্তা । পিটিআই-এর প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার সকাল থেকে সশস্ত্র স্কোয়াড তাঁর সুরক্ষার দায়িত্বে থাকবে। ৬৪ বছরের মুর্মু এই নিরাপত্তা পেতে খুশি। 


“আমি যেমন বিস্মিত তেমনই আনন্দিত। প্রত্যন্ত ময়ূরভঞ্জ জেলার একজন আদিবাসী মহিলা হিসাবে, আমি দেশের শীর্ষ পদের প্রার্থী হওয়ার কথা ভাবিনি” মুর্মু মঙ্গলবার তাঁর রায়রংপুরের বাসভবনে সাংবাদিকদের বলেন।


তিনি বলেন, এনডিএ সরকার দেশের  শীর্ষ পদের জন্য একজন আদিবাসী মহিলাকে বেছে নিয়ে বিজেপির "সব কা সাথ, সব কা বিশ্বাস"-এর স্লোগানকে সত্য প্রমাণ করেছে।


NDA’র (National Democratic Alliance) রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে ৬৪ বছর বয়সী, দ্রৌপদী মুর্মুর নাম ঘোষণার পর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ট্যুইট করে বলেন,সমাজের সেবা, গরিব ও পিছিয়ে পড়া মানুষের উন্নয়নে দ্রৌপদী মুর্মু তাঁর গোটা জীবন উৎসর্গ করেছেন। প্রশাসনের অংশ এবং রাজ্যপাল হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আমি নিশ্চিত তিনি রাষ্ট্রপতি হিসেবেও দারুণ কাজ করবেন।