মুম্বই : মহারাষ্ট্রে ( Maharashtra Crisis) ঘোর সঙ্কটে শিবসেনা-NCP-কংগ্রেসের জোট সরকার ( Uddhav Thackeray Government ) । বিদ্রোহী বিধায়কদের নিয়ে গুজরাতের সুরাত থেকে আর এক বিজেপি শাসিত রাজ্য অসমে চলে গেলেন শিবসেনা বিধায়ক ও মহারাষ্ট্রের মন্ত্রী একনাথ শিন্ডে ( Eknath Shinde ) ।  বুধবার সকালেই দলবল নিয়ে গুয়াহাটি পৌঁছোন একনাথ শিন্ডে। গুয়াহাটি ( Guwahati in Assam ) বিমানবন্দরে নেমে শিন্ডে দাবি করেছেন, তাঁর সঙ্গে ৪০ জন বিধায়ক রয়েছেন।   


মাঝপথে পড়ে যাবে বিরোধীদের সরকার?
এদিকে, কংগ্রেসের ৬ জন বিধায়কের সঙ্গেও যোগাযোগ করা যাচ্ছে না বলে সূত্রের খবর।পরিস্থিতি যেদিকে মোড় নিচ্ছে তাতে প্রশ্ন উঠছে, কর্ণাটক, মধ্যপ্রদেশের পর কি এবার মহারাষ্ট্রেও মাঝপথে পড়ে যাবে  সরকার ( 288-member Maharashtra Assembly)? সূত্রের খবর, গুজরাতের হোটেলে থাকা বিদ্রোহী নেতা একনাথ শিণ্ডের সঙ্গে গতকাল ফোনে কথা বলেন উদ্ধব ঠাকরে। তারপরই গুজরাত থেকে রাতারাতি অসমে নিয়ে যাওয়া হল শিবসেনার বিদ্রোহী বিধায়কদের।

উল্টোদিকে অসমের হোটেলেই বিদ্রোহী বিধায়কদের সঙ্গে বৈঠকে বসছেন শিবসেনার বিধায়ক ও মহারাষ্ট্রের মন্ত্রী একনাথ শিন্ডে। বাইরে থেকে যাতে কেউ বিদ্রোহী  বিধায়কদের সঙ্গে যোগাযোগ করতে না পারে, তার জন্য তাঁদের মোবাইল ফোনও সরিয়ে নেওয়া হয়েছে বলে সূত্রের খবর। 







দুপুরে মন্ত্রিসভার বৈঠক
মহারাষ্ট্রে জোট সরকার সঙ্কটে পড়ার পর দুই শিবিরেই তত্‍পরতা তুঙ্গে। বুধবার দুপুরে মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন উদ্ধব ঠাকরে। কংগ্রেস বিধায়করাও নিজেদের মধ্যে বৈঠকে বসছেন। মুম্বই আসছেন কমলনাথ। এনসিপি বিধায়কদের নিয়ে বৈঠকে বসছেন শরদ পাওয়ার।