মুম্বই : দুর্গাপুজোর দামামা বেজে গেছে। করোনা আবহে সাবধানতা অবলম্বন করে আরও একবার শ্রেষ্ঠ উৎসবে গা ভাসাতে প্রস্তুত বাঙালি। শুধু এরাজ্যেই নয়, দুর্গাপুজোর আনন্দে মাতে দেশ-বিদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বাঙালি। সেই তালিকায় রয়েছে রিচ হেরিটেজ বম্বে দুর্গাবাড়ি সমিতিও। এটি মুম্বইয়ের অন্যতম প্রাচীন পুজো। যার শুরু হয়েছিল ১৯৩০ সালে। অর্থাৎ আর কয়েক বছরের মধ্যে শতবর্ষে পা দিতে চলেছে এখানকার দুর্গাপুজো।
করোনা আবহে এখন ডিজিটাল পুজো শুরু হয়েছে। পুজো কমিটির তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ফি বছর আমরা মুম্বইবাসীর কাছে বাঙালি সংস্কৃতি ও লোকাচার তুলে ধরার চেষ্টা করি। পুজোর ঘরোয়া দিকে জোর দেওয়া হয়। এবছর দ্বিতীয়বার সেই 'ঘরোয়া পুজো' তুলে ধরা হবে। ভক্তরা এবারও আরামে ও বাড়ির নিরাপত্তায় পুজো উপভোগ করতে পারবেন।
২০২০-র প্রতিমা
পুজো উপলক্ষে গ্রামীণ কারিগরদের সাহায্যের দিকেও জোর দেয় কমিটি। এবছর তাই 'আর্টিসান সোল' ও 'হাত কা বানা'-র মতো প্রতিষ্ঠানের কাছে পৌঁছে গেছে সমিতি। বসানো হয়েছে তাদের জনপ্রিয় আনন্দমেলা। এবছর প্রায় এক মাস ধরে আনন্দমেলা চলছে। যার হাত ধরে কারিগররা প্রায় এক মাস সময় পাচ্ছেন বৃহত্তর সংখ্যক মানুষের কাছে পৌঁছে যাওয়ার।
পুজোর প্রস্তুতি
সেতার : এবার সেতার পারফর্ম করে দেখাবে প্রতিভাবান ও সম্ভাবনাময় শিশুশিল্পী অধীরাজ চৌধুরী। বিখ্যাত সেতার বাদক তথা পদ্মশ্রী ও পদ্মভূষণপ্রাপ্ত শিল্পী পণ্ডিত দেবু চৌধুরীর নাতি অধীরাজ। বাবা পণ্ডিত প্রতীক চৌধুরীও একজন প্রতিষ্ঠিত সেতার বাদক। দুর্ভাগ্যবশত চলতি বছরের গোড়ার দিকে দাদু ও বাবু-দু'জনকেই কোভিডে হারিয়েছে অধীরাজ।
কলকাতার গানওয়ালা : এবারের পুজোয় থাকছে 'কলকাতার গানওয়ালা' ব্যান্ডের পারফরম্যান্স। সঙ্গীতশিল্পীদের এই দলটি বিশ্বাস করে যে, সঙ্গীতের খুব সমসাময়িক দৃষ্টিভঙ্গি দিয়ে আমাদের শিকড়ে ফিরে যাওয়া যায়। সেখান থেকে রত্ন খুঁড়ে নিজস্ব একটি অনন্য সাউন্ডস্কেপ তৈরি সম্ভব।
২০১৪-র পুজোয় কমিটির সদস্যদের সিঁদুর খেলার প্রস্তুতি
টক শো- সত্যজিৎ রায় : কংবদন্তি পরিচালকের শতবর্ষ জন্মবার্ষিকী উপলক্ষে একটি টক শোয়ের আয়োজন করা হয়েছে পুজো কমিটির তরফে । তাতে যোগ দেবেন তাঁর পুত্র সন্দীপ রায়। সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠান ইউটিউব ও ফেসবুক চ্যানেলে লাইভ সম্প্রচারিত হবে।
বম্বে দুর্গা বাড়ি সমিতি-র সভাপতি : শ্রীমতি সুস্মিতা মিত্র
সোশ্যাল ও কালচারাল কমিটি-র চেয়ারপার্সন : শ্রীমতি মীতালি পোদ্দার
সহ সভাপতি : শ্রী পার্থ সেন ।