বাসার: দিনের আলো ভোটার আগে ফের তীব্র ভূমিকম্পে (Earthquake) কেঁপে উঠল (Arunachal Pradesh) অরুণাচলপ্রদেশ। লেপা-রাডা জেলার বাসার এলাকায় মূলত কম্পনের তীব্রতা অনুভূত হয়েছে। রিখটার স্কেলে (Richter Scale) কম্পনের তীব্রতা ছিল ৪.৯। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর মেলেনি।


মঙ্গলবার ভোর সাড়ে ৪টে নাগাদ কম্পন অনুভূত হয়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (National Centre for Seismology/NCS)জানিয়েছে, কম্পনের উৎসস্থল ছিল বাসারের ১৪৮ কিলোমিটার উত্তর এবং উত্তর-পশ্চিম অঞ্চল। ভূগর্ভের ১০ কিলোমিটার গভীরতা থেকে কম্পন ছড়ায় বলে জানা গিয়েছে।


এর আগে, চলতি মাসের শুরুতেই কম্পন অনুভূত হয়েছিল অরুণাচলপ্রদেশে। গত ৫ জানুয়ারি রাবাংলা, সিকিমের ১২ কিলোমিটার উত্তরে ৩.৭ তীব্রতায় কম্পন অনুভূত হয়। সে বার ভূ-গর্ভের ৫ কিলমিটার গভীরতায় ছিল কম্পনের কেন্দ্রস্থল। সে বারও কম্পন অনুভূত হয় অরুণাচলপ্রদেশে। এর পর ৬ জানুয়ারি অসমের তেজপুরে ৩.২ তীব্রতায় ভূমিকম্প হলে, কম্পন অনুভূত হয় অরুণাচলপ্রদেশেও।


গত বছর অক্টোবর মাসে চার বার ভূমিকম্প হয় অরুণাচলপ্রদেশে। এর মধ্যে বাসারে ৪.৪ এবং ৪.১ তীব্রতায় দু’বার ভূমিকম্প হয়। ৪.৫ তীব্রতায় পানজিন এবং ৩.০ তীব্রতায় ভূমিকম্প হয়।



আরও পড়ুন: Punjab Polls 2022: প্রকৃত রাজাকে যোগ্যতা জাহির করতে হয় না, চান্নিকে সামনে রেখে সিধুকেই কি বার্তা কংগ্রেসের!


ভূ-বিজ্ঞানীদের মতে, হিমালয়ের কোলে অবস্থিত অরুণাচলের উত্তর অংশ দেশের অন্যতম ভূমিকম্প প্রবণ এলাকা। তাতেই ঘন ঘন কম্পন অনুভূত হয় সেখানে।


এর আগে, সোমবার তুর্কমেনিস্তানের সঙ্গে আফগানিস্তানের পশ্চিম সীমান্তবর্তী বদঘিশ প্রদেশে দু’টি ভূমিকম্প হয়। প্রথমে দুপুর ২টোয় ৫.৩ তীব্রতায় কম্পন অনুভূত হয়। এর পর বিকেল ৪টেয় ফের কম্পন অনুভূত হয় ৪.৯ তীব্রতায়। তাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। মৃত্যু হয় ২২ জনের।