শ্রীনগর: নেটমাধ্যমে দেশবিরোধী লেখা পোস্ট (Anti National Post)) করার অভিযোগ। গ্রেফতার হলেন জম্মু—কাশ্মীরের (Jammu and Kashmir) সংবাদ পোর্টালের (Online News Portal) সম্পাদক। উপত্যকা পুলিশের দাবি, নিজের পোস্টে কাশ্মীরে সন্ত্রাসী কাজকর্মকে মহিমান্বিত করে দেখিয়েছেন অভিযুক্ত। নাগরিকদের মধ্যে ভীতি সৃষ্টি করে, আইনশৃঙ্খলা লঙ্ঘন করার অভিসন্ধি ছিল তাঁর।


অভিযুক্তের নাম ফাহাদ শাহ (Fahad Shah)। অনলাইন খবরের পত্রিকা পোর্টাল ‘দ্য কাশ্মীরওয়ালা’র (The Kashmirwalla) সম্পাদক তিনি। গত ১ ফেব্রুয়ারি জিজ্ঞাসাবাদের জন্য পুলওয়ামা থানায় প্রথম ডেকে পাঠানো হয় তাঁকে। শুক্রবার ফের থানায় গিয়ে বয়ান রেকর্ড করতে বলা হয়। তার পরই বিবৃতি জারি করে ফাহাদকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় পুলিশ। বলা হয়েছে, তদন্তে নেমে ফাহাদ শাহকে শনাক্ত করে তারা। তাঁকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে আপাতত। আরও গভীরে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।


ফাহাদের গ্রেফতারির তীব্র নিন্দা করেছেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি (Mehbooba Mufti)। টুইটারে তিনি লেখেন, ‘সত্যের জন্য মাথা উঁচু করে দাঁড়ানোকে আজ দেশবিরোধ বলে গন্য। অসহিষ্ণু এবং কর্তৃত্ববাদী সরকারকে আয়না দেখানো দেশবিরোধ। সাংবাদিক হিসেবে ফাহাদের কাজই তাঁর হয়ে কথা বলবে এবং ভারত সরকারের বাস্তবিক অবস্থান বুঝিয়ে দেবে। কত ফাহাদকে গ্রেফতার করবেন আপনারা?’





আরও পড়ুন: Congress on Goa Polls: ‘দরিদ্রদের প্রতি মাসে ৬ হাজার টাকা’,গোয়ায় ক্ষমতায় এলে ‘ন্যায়’ প্রকল্পের ঘোষণা কংগ্রেসের


যদিও উপত্যকা পুলিশের দাবি, ফাহাদের দায়িত্বে থাকা ওই খবরের পোর্টালে যে ধরনের লেখা আপলোড করা হচ্ছিল, তার পিছনে কুমতলবই ছিল। পুলিশের কথায়, ‘‘ফেসবুক ব্যবহারকারী কিছু মানুষ এবং পোর্টাল দেশবিরোধী ছবি, ভিডিও এবং লেখা পোস্ট করে চলেছিলেন। এর পিছনে কুমতলব ছিল, যাতে মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি করা যায় এবং আইনশৃঙ্খলা নষ্ট করতে প্ররোচিত করা যায় মানুষকে।’


২০১১ সালে অনলাইন ওই পত্রিকা ‘কাশ্মীরওয়ালা’ চালু হয়। সাধারণ খবর, সামাজিক এবং সাংস্কৃতিক বিষে প্রতিবেদনও প্রকাশিত হতো তাতে। এর আগে, গত মাসে ওই পোর্টালের সঙ্গে যুক্ত শিক্ষার্থী সাংবাদিক সাজাদ গুলকে গ্রেফতার করে পুলিশ। সাজাদ টুইটারে সরকারের বিরুদ্ধে মানুষকে প্ররোচিত করতে এবং বিদ্বেষ ছড়াতে নানা ধরনের পোস্ট করছিলেন বলে সে বারও অভিযোগ করে পুলিশ। জন নিরাপত্তা আইনে গ্রেফতার করা হয় সাজাদকে। সেই থেকে পুলিশের হেফাজতেই রয়েছেন তিনি।