নয়াদিল্লি: করোনা-লকডাউনের ধাক্কা সামলে ভারতীয় অর্থনীতির ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত! 


২০২০-২১ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকের তুলনায়, ২০২১-২২ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে জিডিপি বৃদ্ধি ৫ লক্ষ ৪২ হাজার কোটি টাকারও বেশি। শতাংশের বিচারে চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে জিডিপি বা মোট দেশীয় উৎপাদনের বৃদ্ধির হার ২০.১ শতাংশ। 


পরিসংখ্যান অনুযায়ী, ২০২০-২১ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে জিডিপি ছিল ২৬ লক্ষ ৯৫ হাজার ৪২১ কোটি। ২০২১-২২ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে তার পরিমাণ দাঁড়িয়েছে ৩২ লক্ষ ৩৮ হাজার ২০ কোটিতে। 


অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে, এটি একটি উল্লেখযোগ্য পুনরুদ্ধার। কারণ, করোনা লকডাউনের ফলে গত অর্থবর্ষের এই সময়ে বৃদ্ধির হার মাইনাস ২৪.৪ (-২৪.৪) শতাংশ ছিল। যা অত্যন্ত হতাশাজনক ছিল।


২০২০-২১ অর্থবর্ষের প্রথম দুই ত্রৈমাসিকে জিডিপি বৃদ্ধির হার যথাক্রমে ছিল -২৪.৪ শতাংশ এবং -৭.৪ শতাংশ। কারণ, এই সময়ে গোটা দেশ প্রায় লকডাউনের মধ্যে ছিল। ফলে, উৎপাদন প্রায় স্তব্ধ হয়ে পড়েছিল।


অর্থনীতিবিদদের একাংশের দাবি, অতিমারীর দ্বিতীয় ঢেউের প্রকোপে ২০২০-২১ অর্থবর্ষের প্রথম দুই ত্রৈমাসিকে বৃদ্ধির হার নেতিবাচক হওয়া সত্ত্বেও জুন মাসের ত্রৈমাসিকে জিডিপি হারের উল্লেখযোগ্য উন্নতি এটাই প্রমাণ করে যে, দেশের অর্থনীতি  সঠিক দিশার মাধ্যমে পুনরুদ্ধারের পথেই এগোচ্ছে। 


এই নিয়ে টানা তৃতীয় ত্রৈমাসিকে ইতিবাচক বৃদ্ধির হার লক্ষ্য করা গিয়েছে। কারণ জিডিপি ২০২০-২১ অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে ০.৫ শতাংশ এবং চতুর্থ ত্রৈমাসিকে ১.৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। 
 
সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক পূর্বাভাসে জানায় যে, ২০২১-২২ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে জিডিপি বৃদ্ধির হার ১৮.৫ শতাংশ থাকবে। তার আগে, শীর্ষ ব্যাঙ্কের তরফে এই হার ২৬.২ শতাংশ হতে পারে বলে আশাপ্রকাশ করা হয়েছিল। কিন্তু, পরে তা কমিয়ে ১৮.৫ শতাংশ করা হয়। 


যদিও এই বছরের জুন মাসে, ২০২১-২২ অর্থবর্ষে জিডিপি বৃদ্ধির পূর্বাভাস ১০.৫  শতাংশ থেকে ৯.৫ শতাংশে নামিয়ে এনেছিল রিজার্ভ ব্যাঙ্ক।