নয়া দিল্লি : কোভিড-আবহে (Covid Situation) ৫ রাজ্যে বিধানসভা নির্বাচন। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তরফে বিশেষ ঘোষণা। কমিশনের তরফে রাজনৈতিক দলগুলির উদ্দেশে বলা হয়, ভার্চুয়ালি প্রচার করুন। আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত কোনও সমাবেশ বা রোড শো করা যাবে না। আজ সাংবাদিক বৈঠক করে গোয়া, পাঞ্জাব, মণিপুর, উত্তরাখণ্ড ও উত্তরপ্রদেশের ভোট দিনক্ষণ ঘোষণা করে কমিশন।


দেশ ফের দিন দিন বাড়ছে করোনা সংক্রমণ। রয়েছে নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের আতঙ্কও। এই পরিস্থিতিতে বিধানসভা নির্বাচন নিয়ে আতঙ্ক রয়েছেই। যদিও মুখ্য নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র (Chief Election Commissioner Sushil Chandra) জানালেন, যথাসময়ে নির্বাচন করানো হল "গণতান্ত্রিক শাসনব্যবস্থা বজায় রাখার সারমর্ম"। 


কমিশনের তরফে আরও জানানো হয়েছে, কেন্দ্রীয় স্বাস্থ্য ও স্বরাষ্ট্র সচিব, বিশেষজ্ঞ এবং সংশ্লিষ্ট রাজ্যের স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে বিশদ আলোচনার পর নির্বাচন প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 


আরও পড়ুন ; উত্তরপ্রদেশ-সহ ৫ রাজ্যে ৭ দফায় বিধানসভা নির্বাচন, দেখুন নির্ঘণ্ট


এর আগে কমিশন বলেছিল যে, সব রাজনৈতিক দল নির্বাচন করতে সম্মত হয়েছে। কোভিড-নিরাপত্তা বিধির অংশ হিসাবে, কমিশন ১৫ জানুয়ারি পর্যন্ত সমস্ত শারীরিক সমাবেশ, রোড শো এবং মিটিং নিষিদ্ধ করেছে ৷ পরিস্থিতি স্বাভাবিক হলে এই আদেশ পরে পর্যালোচনা করে দেখা হবে।


প্রসঙ্গত, উত্তরপ্রদেশে সাত দফায় ৫ রাজ্যে বিধানসভা নির্বাচন হবে। শুরু হচ্ছে ১০ ফেব্রুয়ারি থেকে। চলবে ৭ মার্চ পর্যন্ত। পাঞ্জাব (Punjab) , উত্তরাখণ্ড ও গোয়ায় ভোট ১৪ ফেব্রুয়ারি, মণিপুরে ভোট ২৭ ফেব্রুয়ারি ও ৩ মার্চ। ভোট গণনা ১০ মার্চ। 


আগামী দুই মাসে ৬৯০টি বিধানসভা আসনে ভোটপ্রক্রিয়া চলবে। এর মধ্যে সবথেকে বেশি আসন রয়েছে উত্তরপ্রদেশে। সেখানে ৪০৩টি আসনে ভোটগ্রহণ হবে, পাঞ্জাবে রয়েছে ১১৭টি আসন, উত্তরাখণ্ডে ৭০টি, মণিপুরে ৬০টি এবং গোয়ায় ৪০টি আসনে ভোটগ্রহণ হবে।