শ্রীনগর: গভীর রাতে জম্মু ও কাশ্মীরের (jammu & kashmir)রেবান (reban) এলাকায় পুলিশ ও সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষ (encounter) বাধল জঙ্গিদের (terrorists)। পুলিশের তরফ থেকে টুইট করে শোপিয়ানের রেবানে ওই সংঘর্ষের কথা জানানো হয়েছে। এখনও পর্যন্ত অন্য কোনও তথ্য নেই। ঘটনাচক্রে, এই সংঘর্ষের কয়েক ঘণ্টা আগেই অবন্তীপোরায় কাইজার কোকা নামে এক সন্দেহভাজন জৈশ জঙ্গির মৃত্যু হয়।
  
নিহতরা কারা?


পুলিশের রেকর্ড অনুযায়ী, কাইজার কোকার নাম জঙ্গি তালিকাভুক্ত ছিল। পুলিশ, নিরাপত্তাবাহিনী এবং সাধারণ মানুষের উপর হামলায় জড়িত ওই সন্ত্রাসবাদী আদতে কাইগামের টেঙ্গপোরার বাসিন্দা। ২০১৮ সাল থেকে সক্রিয় ছিল সে। পাকিস্তানেও চলে যায়। সেখান থেকে অস্ত্রশস্ত্র ও প্রশিক্ষণ নিয়ে কাশ্মীর উপত্যকায় ফিরে আসে। অবন্তীপোরা, পুলওয়ামায় সক্রিয় ছিল কাইজার। ২ মে লারমু অবন্তীপোরায় যে আইইডি হামলায় দুজন সিআরপিএফ আধিকারিকের মৃত্যু হয়েছিল, তার নেপথ্যেও ছিল কাইজার। বলছে পুলিশ।


পুলিশের দাবি...


সংঘর্ষে মারা গিয়েছে ইশক আহমেদ লোন নামে এক সন্দেহভাজন জঙ্গিও। পুলিশের দাবি, লোনও নিরাপত্তাবাহিনী থেকে সাধারণ মানুষ, সকলের উপর হামলাতেই জড়িত। সংঘর্ষস্থল থেকে একাধিক অস্ত্রশস্ত্র, প্রামাণ্য নথি পাওয়া গিয়েছে। তদন্তের কাজে সেগুলো কেস রেকর্ডে নেওয়া হয়েছে।  তবে রেবানের পরিস্থিতি কী, এখনও স্পষ্ট নয়। প্রসঙ্গত, গত ২৭ মে নিরাপত্তা বাহিনীর সঙ্গে দু’টি পৃথক সংঘর্ষে মারা যায় ৪ লস্কর জঙ্গি। পুলিশ সূত্রে জানানো হয়, নিহতদের কাছ থেকে বেশ কিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। শ্রীনগরের কাছে সোউর-এ একটি সংঘর্ষের ঘটনা ঘটে। সেখানে ২ জঙ্গি নিহত হয়। অবন্তীপোরায় আর একটি সংঘর্ষে নিহত হয় আরও ২ লস্কর জঙ্গি। পুলিশ সূত্রে দাবি, টিভির পরিচিত শিল্পী আমরিন ভাটের হত্যাকাণ্ডে জড়িত ছিল অবন্তীপুরায় নিহত ২ জঙ্গি।  এই নিয়ে গত ৩ দিনে ১০ জন জঙ্গি সংঘর্ষে নিহত হয়েছে বলে পুলিশ সূত্রে দাবি।


আরও পড়ুন:জ্বর নেই, তাবলেই ভাববেন না, করোনা আক্রান্ত হননি, জানুন অন্যান্য উপসর্গ