Provident Fund: শেয়ার বাজারে আরও বিনিয়োগ বাড়াতে চলেছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO)। রিপোর্ট বলছে, এক্সচেঞ্জ-ট্রেডেড ফান্ডে বিনিয়োগের মাধ্যমে ইক্যুইটিতে ইনভেস্টমেন্ট বৃদ্ধি করতে চাইছে কর্মী সংগঠন। সংবাদমাধ্যমের রিপোর্ট বলছে, এই বিষয়ে অনুমতি নিতে শীঘ্রই অর্থ মন্ত্রকের কাছে যেতে পারে EPFO।
EPFO Investment: বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে মার্চে হয়েছিল বৈঠক
ইপিএফও আরও বেশি আয়ের জন্য ইটিএফ-এ বিনিয়োগ বাড়ানোর কথা বিবেচনা করছে। রিপোর্ট বলছে, এই প্রস্তাবটি মার্চের শেষ সপ্তাহে ইপিএফও-র সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টি অনুমোদন করেছিল। এই প্রস্তাবের মাধ্যমে ইটিএফ বিনিয়োগের আয় ইক্যুইটি ও এই সম্পর্কিত পণ্যগুলিতে বিনিয়োগ করা হতে পারে। যার ফলে ইপিএফও-তে ইক্যুইটি বিনিয়োগ বৃদ্ধি পাবে।
ETFs থেকে কত বিনিয়োগ অনুমোদিত?
ইপিএফও অর্থ মন্ত্রকের বিজ্ঞপ্তি অনুসারে, ইক্যুইটিতে তহবিলে বিনিয়োগ করে। সাম্প্রতিক নির্দেশিকা বলছে, EPFO ETF-এর মাধ্যমে ইক্যুইটিতে বার্ষিক 5 থেকে 15 শতাংশের মধ্যে বিনিয়োগ করতে পারে। বাকি পরিমাণ ডেট ফান্ড, বা ঋণের সিকিউরিটিতে বিনিয়োগ করা হয়।
কত ঘন ঘন বিনিয়োগ সীমা বৃদ্ধি পেয়েছে ?
অবসর তহবিল সংস্থার মতে,EPFO-তে জানুয়ারি 2023 পর্যন্ত মোট তহবিলের মাত্র 10 শতাংশ শেয়ার ইক্যুইটিতে বিনিয়োগ করা হত। যেখানে সীমা ছিল 15 শতাংশ পর্যন্ত। 2015-16 সালে, EPFO 5 শতাংশ দিয়ে ETF-ও বিনিয়োগ শুরু করেছে। ইক্যুইটি সীমা 2016-17 সালে 10 শতাংশ এবং 2017-18 সালে 15 শতাংশে উন্নীত করা হয়েছিল। 1,01,712.44 কোটি টাকা অর্থাৎ 31 মার্চ 2022 পর্যন্ত ETF-এ 11,00,953.66 কোটি টাকার মোট বিনিয়োগের 9.24 শতাংশ বিনিয়োগ করা হয়েছিল।
এটা লক্ষণীয় যে কর্মচারী ভবিষ্যৎ তহবিল সংস্থা সময়ে সময়ে ইটিএফ-এ বিনিয়োগ করে মুনাফা অর্জন করে। ETF-এ অনুমোদিত মোট বিনিয়োগ 15 শতাংশ এবং বাকিটা অন্য জায়গায় বিনিয়োগ করা হয়।
EPFO News Update: ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর বা UAN চালু হওয়ার পর থেকে অনলাইনে PF ব্যালেন্স ট্রান্সফার করার প্রক্রিয়া সহজ হয়ে গেছে। UAN এর সঙ্গে কর্মচারীর সব অ্যাকাউন্ট এক জায়গায় থাকার কারণে অনেক সুবিধা হয়েছে । এমনকী বিভিন্ন অ্যাকাউন্টে টাকা থাকলেও একই জায়গায় থাকছে সব অ্যাকাউন্ট। সেই ক্ষেত্রে আপনার বর্তমান নিয়োগকর্তাদের সঙ্গে আপনার UAN শেয়ার করা আপনার জন্য গুরুত্বপূর্ণ। এতে সহজেই সেখানে টাকা ট্রান্সফার করতে পারবেন আপনি।
Provident Fund: প্রভিডেন্ট ফান্ড (PF) অ্যাকাউন্ট হল ভারতে কর্মীদের জন্য একটি অবসরকালীন সঞ্চয় প্রকল্প। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO) ভারত সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের আওতায় একটি বিধিবদ্ধ সংস্থা, যার তত্ত্বাবধানে পিএফ স্কিম পরিচালিত হয়।
পিএফ অ্যাকাউন্ট হল একটি সেভিংস অ্যাকাউন্ট যেখানে কর্মচারী ও নিয়োগকর্তা উভয়েই কর্মচারীর অবসর তহবিলের জন্য মাসে মাসে টাকা জমা দেন।