Honda Cars India: কোম্পানি গাড়ি প্রকাশ্যে আনার তারিখ ঘোষণা করেছিল আগেই। সেই অনুযায়ী ৬ জুন আজ ভারতে প্রথম দেখা গেল হন্ডা এলিভেট (Honda Elevate SUV)।  এটি কোম্পানির নতুন মাঝারি আকারের SUV,যা কোম্পানির দেশের বুকে প্রথম এসইউভি। সিটি ও অ্যামেজের পরে ভারতে কোম্পানির পোর্টফোলিওতে এটাই তৃতীয় পণ্য। জেনে নিন কী বিশেষত্ব রয়েছে এই নতুন SUVতে।


Auto News: স্টাইলিং ও বৈশিষ্ট্য
নতুন Honda Elevate SUV-এর ডিজাইন ইতিমধ্যেই বিশ্ববাজারে বিক্রি হওয়া HR-V A CR-V-র ডিজাইনের মতো দেখতে হয়েছে। এটি প্রায় 4.3 দৈর্ঘ্যের সঙ্গে আসবে। হোন্ডার পণ্য হওয়ায় এর অনেক বৈশিষ্ট্য রয়েছে। বৈশিষ্ট্যের পরিপ্রেক্ষিতে Elevate লেভেল-2 ADAS (Advanced Driver Assistance Systems) সহ একটি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার পাবে।


এছাড়াও এতে একটি 10-ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম যুক্ত থাকবে। নতুন SUV-তে ABS, 6টি এয়ারব্যাগ, হিল হোল্ড অ্যাসিস্ট, EBD, অ্যাক্সেস অ্যালার্ট, পিছনের সিটবেল্ট রিমাইন্ডার, গাড়ির স্থিতিশীলতা সহায়তা প্রযুক্তি, জরুরি স্টপ ও অন্যান্য সুরক্ষা বৈশিষ্ট্য রয়েছে।


Honda Elevate SUV: পাওয়ারট্রেন কী থাকবে গাড়িতে
হন্ডার নতুন মাঝারি আকারের এসইউভি কোম্পানির মাঝারি আকারের সেডান সিটির পাওয়ারট্রেন ব্যবহার করবে। এটি একটি 1.5-লিটার ন্যাচারালি অ্যাসপিরেটেড পেট্রোল ইঞ্জিনে চলবে যা 121 bhp শক্তি উৎপন্ন করে। এতে পাবেন 6-স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স যা CVT-র সঙ্গে যুক্ত থাকবে। এ ছাড়াও  এতে স্ট্রং হাইব্রিড প্রযুক্তি সহ একটি 1.5-লিটার অ্যাটকিনসন সাইকেল পেট্রোল ইঞ্জিনের বিকল্প রয়েছে, যা একটি ই-সিভিটি ট্রান্সমিশনের সঙ্গে পাবেন ক্রেতা। 


Auto News: দাম কত হবে?
নতুন Honda Elevate SUV আজ আনুষ্ঠানিকভাবে লঞ্চ করা হয়েছে যা এই বছরের অগস্টের মধ্যে বাজারে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। লঞ্চের সময় এই SUV-এর দাম প্রকাশ করা হবে। এই নতুন মাঝারি আকারের SUV-র এক্স-শোরুম মূল্য 10 লক্ষ টাকা থেকে 18 লক্ষ টাকার মধ্যে হতে পারে বলে আশা করা হচ্ছে।


Honda Elevate SUV: কাদের সঙ্গে হবে প্রতিযোগিতা ?
নতুন Honda Elevate ভারতীয় বাজারে হুন্ডাই ক্রেটা, কিয়া সেলটোস এবং মারুতি সুজুকি গ্র্যান্ড ভিটারার সঙ্গে সরাসরি প্রতিযোগিতা করবে। Maruti Suzuki Grand Vitara একটি 1.5-লিটার পেট্রোল ইঞ্জিনে চালিত হয়, যা হালকা হাইব্রিড ও শক্তিশালী হাইব্রিড পাওয়ারট্রেন বিকল্পগুলির সঙ্গে বাজারে আসবে।


আরও পড়ুন : 100cc Bikes: দেশের সবচেয়ে জনপ্রিয় ১০০ সিসির বাইক, দেখে নিন সম্পূর্ণ তালিকা


Car loan Information:

Calculate Car Loan EMI