EPFO Update: দেরি করলে বিপদে পড়বেন। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডের অ্যাকাউন্ট হোল্ডারদের করতে হবে এই কাজ। অন্যথায় বন্ধ হয়ে যাবে সুদের টাকা। 


EPFO News: কেওয়াইসি না করলেই বিপদ !
কর্মচারী ভবিষ্য তহবিল সংস্থা (EPFO) এর সারা দেশে ২৫ কোটিরও বেশি গ্রাহক (EPF) রয়েছে। যার মধ্যে সরকার শীঘ্রই প্রায় ৬ কোটি গ্রাহকের অ্যাকাউন্টে সুদের টাকা পাঠাতে চলেছে। এই অবস্থায় এই কাজটি না করলে সুদের টাকা আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার হবে না। গ্রাহকদের সুবিধার্থে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড (EPF)এখনও কেওয়াইসি (KYC)আপডেট করার সুবিধা দিয়েছে। তাই দেরি না করে সেরে নিন এই কাজ।


EPFO Update: কীভাবে আপডেট করবেন ?
আপনি EPFO-এর অফিশিয়াল পোর্টাল epfindia.gov.in-এ গিয়ে KYC আপডেট করতে পারেন। যদি কোনও অ্যাকাউন্টধারীর কেওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ না হয় তাহলে ইপিএফও সুদের টাকা অ্যাকাউন্টে স্থানান্তর করবে না। এই কাজটি করার জন্য আপনার UAN নম্বর ও পাসওয়ার্ড লাগবে। আপনি যদি এখনও আপনার EPFO ​​KYC সম্পূর্ণ না করে থাকেন, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব আপডেট করুন। 


KYC আপডেট না হলে কী হবে ?


এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন জানিয়েছে, অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট করা হলে আপনি অর্থ স্থানান্তর বা উত্তোলনে কোনও সমস্যার মুখোমুখি হবেন না। অন্যথায় এর ক্লেইম বা সুদ পেতে সমস্যা হবে। ইপিএফ কেওয়াইসি ছাড়া আপনি অ্যাকাউন্ট সম্পর্কিত কোনও ধরনের এসএমএস সতর্কবার্তাও পাবেন না। EPFO ৩১ অক্টোবর থেকে কর্মীদের অ্যাকাউন্টে সুদের টাকা স্থানান্তর করা শুরু করেছে।


KYC আপডেট করার জন্য এই নথিগুলির প্রয়োজন
আধার নম্বর


প্যান নম্বর 
পাসপোর্ট 


ড্রাইভিং লাইসেন্স


ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরের জন্য পাসবুকের কপি


EPFO Update: কেওয়াইসি আপডেট করার জন্য ধাপে ধাপে প্রক্রিয়া


এর জন্য প্রথমে EPFO-র মেম্বার পোর্টালে যান।


এখানে আপনার UAN নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।


লগইন করার সঙ্গে সঙ্গে আপনার সামনে একটি পেজ ওপেন হবে। যেখানে ম্যানেজ লেখা থাকবে।


এর KYC বিকল্পটি নির্বাচন করুন। 
এরপরে এখানে জিজ্ঞাসা করা সব বিবরণ যেমন আধার নম্বর, প্যান নম্বর, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর ইত্যাদি পূরণ করুন।


এবার Save অপশনে ক্লিক করুন।


অনুমোদনের জন্য KYC-এর কলামে আপনি KYC-এর স্ট্যাটাস দেখতে পাবেন।


আপনি যদি দেখেন Digitally Approved KYC লেখা তাহলে আপনার KYC সম্পন্ন হয়েছে। 
আপনি এতে SMS এর মাধ্যমে একটি বার্তাও পাবেন।