নয়া দিল্লি : তিন কৃষি আইন প্রত্যাহারের সিদ্ধান্তে আজই অনুমোদন দিতে পারে কেন্দ্রীয় মন্ত্রিসভা। এই মর্মে আজ প্রধানমন্ত্রীর লোককল্যাণ মার্গ বাসভবনে বৈঠকে বসছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন সেই বৈঠকে 'The Farm Laws Repeal Bill, 2021'-এর বিষয়ে অনুমোদন দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে । আগামী ২৯ নভেম্বর শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন। এই অধিবেশনের শুরুতেই আইন প্রত্যাহারের সাংবিধানিক প্রক্রিয়া শুরু হয়ে যাবে।
সংসদীয় নিয়ম অনুসারে, পুরানো কোনও আইন প্রত্যাহারের ক্ষেত্রে নতুন কোনও আইনের জন্য প্রক্রিয়াই অনুসরণ করতে হয়। যেভাবে কোনও আইন প্রণয়নের জন্য সংসদের উভয় কক্ষেই তা পাস করতে হয়, এক্ষেত্রেও তাই করতে হবে। ভিন্ন অর্থে বললে, নতুন আইন তৈরি করেই পুরানো আইন প্রত্যাহার করা যায়।
দেশজোড়া বিতর্ক, এক বছরের বেশি সময় ধরে আন্দোলন চলার পরে গত শুক্রবার ৩ কৃষি আইন প্রত্যাহারের সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী। সূত্রের খবর, আজ এই আইন প্রত্যাহারের বিষয়ে অনুমোদন দিতে পারে কেন্দ্রীয় মন্ত্রিসভা। আগামী ২৯ নভেম্বর শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন।
অধিবেশনের শুরুর দিকেই ৩ কৃষি আইন প্রত্যাহারের সাংবিধানিক প্রক্রিয়া শুরু করে দেওয়ার পরিকল্পনা করেছে মোদি সরকার। তবে যতক্ষণ না পর্যন্ত আইন প্রত্যাহারের গোটা প্রক্রিয়াটি সম্পন্ন হয়, ততদিন অবধি আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অনড় সংযুক্ত কিষাণ মোর্চা। সম্প্রতি সিঙ্ঘুতে সংযুক্ত কিষাণ মোর্চার বৈঠক হয়। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, কৃষি আইন নিয়ে প্রধানমন্ত্রীর ঘোষণা পালনে ২৯ নভেম্বর থেকে শুরু হওয়া সংসদের অধিবেশনে লোকসভা বা রাজ্যসভায় এই তিন আইনের জন্য পৃথক-পৃথক বা তিনটির জন্য একটি মাত্র বিলই পেশ করা হতে পারে। বিল পেশের পর তা নিয়ে আলোচনা হবে এবং দুটি কক্ষেই অনুমোদিত হওয়ার পর তা রাষ্ট্রপতির সম্মতির জন্য পাঠানো হবে। রাষ্ট্রপতির সম্মতি পাওয়ার পর তিন কৃষি আইন বাতিল হবে। বিল পাস হতে কতটা সময় লাগবে, তা সরকারের অগ্রাধিকারের ওপর নির্ভর করবে।