নয়াদিল্লি: ফের কমতে পারে জ্বালানির দাম (Fuel Price)। কারণ ৫ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। আজ, মঙ্গলবার দিল্লিতে বৈঠক করেন পেট্রোলিয়াম মন্ত্রী (Minister of Petroleum and Natural Gas of India) হরদীপ সিংহ পুরি (Hardeep Singh Puri)। যে বৈঠকে উপস্থিত ছিলেন তেল বিপণন সংস্থাগুলির আধিকারিকরা। সূত্রের খবর, ওই বৈঠকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিশ্বের সবথেকে বেশি তেল ব্যবহারকারী রাষ্ট্র যেমন আমেরিকা, জাপান, চিন, কোরিয়ার সঙ্গে সমঝোতার পর এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র (Central Government)। যদিও দাম কমলেও তা দীর্ঘস্থায়ী হবে না বলেই মনে করা হচ্ছে। পরিশোধিত তেলের সরবরাহ কমানো নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকার। যার জেরে সারা দেশে জ্বালানি সহ অন্যান্য জিনিসের দাম বাড়ছে। উল্লেখ্য, ভারতে প্রতিদিন ৫০ থেকে ৫৫ লক্ষ জ্বালানি খরচ হয়। এই কারণেই কেন্দ্রীয় সরকার তেল ব্যবহারকারী রাষ্ট্রের সঙ্গে জ্বালানি ছাড়তে সম্মত হয়েছে। উৎপাদন বৃদ্ধি এবং পেট্রোলিয়াম (Petroleum) পণ্যের দাম কমানোর জন্য সৌদি আরবের (Saudi Arabia) মতো ওপেক (OPEC ) দেশের উপর বাড়তি চাপ দিতেই এই চেষ্টা।
সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দিতে দীপাবলির আগের দিন পেট্রোল ও ডিজেলে উৎপাদন শুল্ক কিছুটা কমায় কেন্দ্র। তারপর কিছুটা দাম কমে জ্বালানির। বেশ কয়েকটি রাজ্যও ভ্যাট কমানোর সিদ্ধান্ত নিয়েছে। ফলে ওই রাজ্যগুলিতে আরও কিছুটা কমে পেট্রোল ও ডিজেলের দাম। পশ্চিমবঙ্গে অবশ্য পেট্রোল ডিজেলের দামের উপর ভ্যাট কমানো হয়নি। আর এ জন্য সরকারের সমালোচনা করেছে বিজেপি ও কংগ্রেসের মতো বিরোধী দলগুলি।
আজও পেট্রোল ও ডিজেলের (Petrol and Diesel Price) দাম অপরিবর্তিত রেখেছে রাষ্ট্রায়ত্ত তেল বিপণন কোম্পানিগুলি। দুই জ্বালানির নতুন দর আজ ইতিমধ্যেই প্রকাশ করেছে তেল কোম্পানিগুলি। তাতে এদিনও দামের কোনও পরিবর্তন হয়নি। আইওসিএল-এর ওয়েবসাইট অনুযায়ী, আজ (Petrol-Diesel Price on 23rd November 2021) কলকাতায় পেট্রোলের দাম প্রতি লিটারে ১০৪.৬৭ টাকা। ডিজেলের দাম প্রতি লিটারে ৮৯.৭৯ টাকা।