নয়াদিল্লি: সংসদের দুই কক্ষেই ধ্বনি ভোটে পাস কৃষি আইন প্রত্যাহার বিল। আর এই নিয়ে ক্ষুব্ধ কংগ্রেস নেতা অধীর চৌধুরী (Adhir Chowdhury)। এদিন লোকসভায় পাশ হওয়া পর অধীর বলেন, “সংসদের এতদিনের ঐতিহ্য নষ্ট। মোদি সরকার যে মন থেকে বিল প্রত্যাহার করতে চায়নি সেটা স্পষ্ট।’’ “মন থেকে চাইলে কৃষকদের (Farmers) অন্যান্য দাবি-দাওয়া নিয়ে আমরা যে আলোচনা চাইছিলাম সেটা কেন মানা হল না?’’ লোকসভায় ধ্বনি ভোটে পাস কৃষি আইন প্রত্যাহার বিল নিয়ে প্রতিক্রিয়া কংগ্রেস নেতা অধীর চৌধুরীর।
আলোচনা ছাড়াই বিল পাস হওয়ায় সরব কংগ্রেস (Congress)। এদিন অধীর বলেন, “সংসদের গরিমা নষ্ট। সংসদে অন্তত বলার সুযোগ দেওয়া উচিত। আমরা আলোচনা করতে চাই। কিন্তু সরকার সেই চর্চায় রাজি নয়। সরকার কেন ভয় পাচ্ছে, জানি না। আমরা শুধু আলোচনা চেয়েছিলাম। বিরোধীদের বলার সুযোগই দেওয়া হল না। কৃষকদের চাপে পড়ে বিল প্রত্যাহার, মনের ভাষা বোঝেনি সরকার।’’
আজ অধিবেশনের প্রথম দিনেই কেন্দ্রের তরফে কৃষি আইন প্রত্যাহার বিল পেশ করেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর। তার আগেই আন্দোলনের জেরে মৃত কৃষকদের তালিকা তৈরি ও মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে আজ লোকসভায় আলোচনা চেয়ে মুলতুবি প্রস্তাব আনে কংগ্রেস। পরিস্থিতির গুরুত্ব বিচার করে বিজেপি ও কংগ্রেসের তরফে হুইপ জারি করে লোকসভা ও রাজ্যসভার সাংসদদের উপস্থিত থাকতে বলা হয়।
শীতকালীন অধিবেশনে ৩০টি বিল পেশ করতে চলেছে কেন্দ্র। তার মধ্যে থাকছে বিদ্যুৎ, পেনশন, ব্যাঙ্কিং, বিভিন্ন আর্থিক সংস্কার সংক্রান্ত বিল। এরমধ্যে অনেকগুলি বিল নিয়েই আপত্তি রয়েছে বিরোধীদের। ফলে ২৩ ডিসেম্বর পর্যন্ত চলা শীতকালীন অধিবেশনে সংসদ উত্তাল হওয়ার সম্ভাবনা। তবে বিরোধীদের আক্রমণের প্রধান হাতিয়ার হতে চলেছে কৃষি আইনই। পাশাপাশি, পেট্রোপণ্য ও অত্যাবশ্যকীয় পণ্যের মূল্যবৃদ্ধি, লখিমপুরকাণ্ডে কেন্দ্রীয় স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী অজয় মিশ্রের ইস্তফা-সহ একাধিক বিষয় নিয়ে সরব হবে কংগ্রেস।
আরও পড়ুন: Farm Laws Repealed: সংসদের দুই কক্ষেই ধ্বনি ভোটে পাস কৃষি আইন প্রত্যাহার বিল