নয়াদিল্লি: গত ১৯ নভেম্বর দেশবাসীর উদ্দেশে ভাষণে বিতর্কিত তিন কৃষি আইন প্রত্যাহারের (Farm Law Repeal) ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার সূত্র মারফৎ পাওযা খবরে জানা গিয়েছে যে, আগামী ২৪ নভেম্বর অর্থাৎ বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে তিন আইন প্রত্যাহারের সিদ্ধান্ত অনুমোদিত হতে পারে। এরপর আগামী ২৯ নভেম্বর শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন। এই অধিবেশনের শুরুতেই আইন প্রত্যাহারের সাংবিধানিক প্রক্রিয়া শুরু হয়ে যাবে। 


সংসদীয় নিয়ম অনুসারে, পুরানো কোনও আইন প্রত্যাহারের ক্ষেত্রে নতুন কোনও আইনের জন্য প্রক্রিয়াই অনুসরণ করতে হয়। যেভাবে কোনও আইন প্রণয়নের জন্য সংসদের উভয় কক্ষেই তা পাস করতে হয়, এক্ষেত্রেও তাই করতে হয়। ভিন্ন অর্থে বললে, নতুন আইন তৈরি করেই পুরানো আইন প্রত্যাহার করা যায়। 


উদাহরণ হিসেবে বলা যায়, জাতীয় অনগ্রসর শ্রেণী আইন, ১৯৯৩ ( National Commission for Backward Classes Act, 1993) প্রত্যাহারের জন্য নরেন্দ্র মোদি সরকার ২০১৮-র ৫ এপ্রিল লোকসভায় ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস (রিপিল বিল) ২০১৮ (National Commission for Backward Classes (Repeal Bill) 2018) পেশ করেছিল। ৬ অগাস্ট রাজ্যসভায় বিল পাস হয়। এরপর অন্য সমস্ত বিলের মতোই সংসদের উভয় কক্ষেই পাস হওয়ার পর এই বিল ১৪ অগাস্ট রাষ্ট্রপতির অনুমোদন পেয়েছিল এবং পুরানো আইন প্রত্যাহার করা হয়েছিল।


এভাবেই দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর মোদি সরকার একসঙ্গে ৬০ পুরানো আইন প্রত্যাহার বা সমাপ্ত করতে ২০১৯-এর ২৫ জুলাই Repeal & Amending Bill,2019 নামে এক বিল লোকসভায় পেশ করেছিল। এই বিল লোকসভায় ২৯ জুলাই ও রাজ্যসভায় ২ অগাস্ট পাস হয়েছিল। এরপর ৮ অগাস্ট সংসদের দুই কক্ষে অনুমোদিত মিল রাষ্ট্রপতির আনুষ্ঠানিক অনুমতি পায় এবং একটি নতুন আইন ৬০ পুরানো আইন বাতিল হয়। 


কৃষি আইন নিয়ে প্রধানমন্ত্রীর ঘোষণা পালনে আগামী ২৯ নভেম্বর থেকে শুরু হওয়া সংসদের অধিবেশনে লোকসভা বা রাজ্যসভায় এই তিন আইনের জন্য পৃথক-পৃথক বা তিনটির জন্য একটি মাত্র বিলই পেশ করা হতে পারে। বিল পেশের পর তা নিয়ে আলোচনা হবে এবং দুটি কক্ষেই অনুমোদিত হওয়ার পর তা রাষ্ট্রপতির সম্মতির জন্য পাঠানো হবে। রাষ্ট্রপতির সম্মতি পাওয়ার পর তিন কৃষি আইন বাতিল হবে। বিল পাস হতে কতটা সময় লাগবে, তা সরকারের অগ্রাধিকারের ওপর নির্ভর করবে। যদিও প্রধানমন্ত্রীর ঘোষণা থেকে অনুমান করা যায় যে, দুদিনে এই বিল সংসদের উভয় কক্ষেই পাস হয়ে রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দেওয়া হবে। আশা করা হচ্ছে, সংসদের অধিবেশন শুরুর প্রথম সপ্তাহের মধ্যেই তিন কৃষি আইন প্রত্যাহার করে নেওয়া হতে পারে।