নয়াদিল্লি:  বছর ঘুরলেই উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বিধানসভা নির্বাচন। এরইমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের তৎপরতা শুরু হয়েছে। গত শুক্রবার  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) তিন বিতর্কিত কৃষি বিল (Farm Laws)প্রত্যাহারের ঘোষণা করেছেন। এই ঘোষণা ঘিরেও উত্তরপ্রদেশের রাজনীতিতে রাজনৈতিক দলগুলির মধ্যে জোর চাপানউতোর শুরু হয়েছে। এরইমধ্যে সামনে এল বিজেপি সাংসদ সাক্ষী মহারাজের (Sakshi Maharaj) বড়সড় একটি মন্তব্য। তিনি বলেছেন, বিল আসে, আবার বাতিলও হয়। সেগুলি ফিরেও আসতে পারে, সেগুলি নতুন করে প্রণয়নও হতে পারে। 


উত্তরপ্রদেশের আসন্ন বিধানসভা নির্বাচন প্রসঙ্গে সাক্ষী মহারাজ রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। তিনি বলেছেন, রাজ্যে যোগী আদিত্যনাথের জনপ্রিয়তা অটুট রয়েছে। রাজ্যে যোগী আদিত্যনাথকে টক্কর দেওয়ার মতো কেউ নেই। 


 






সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সাক্ষী মহারাজ বলেছেন, কৃষি বিলের সঙ্গে উত্তরপ্রদেশের নির্বাচনের কোনও সম্পর্ক নেই। আপনারা ভালোভাবেই জানেন যে, তথকথিত কৃষকদের অশুভ জোট পাকিস্তান জিন্দাবাদ, খালিস্তান জিন্দাবাদের মতো অপবিত্র স্লোগান দিচ্ছিল। মোদিজির কাছে এবং বিজেপির কাছে দেশের স্বার্থই সর্বাগ্রে। বিল তো আসে, বাতিলও হয়। ফিরেও আসতে পারে। এতে কোনও দেরি হয় না। কিন্তু আমি মোদিজিকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো এই জন্য যে, তিনি উদার মনের পরিচয় দিয়েছেন। বিল ও দেশের মধ্যে তিনি দেশকে বেছে নিয়েছেন। 


সাক্ষী মহারাজ বলেছেন, যাদের অসৎ উদ্দেশ্য ছিল, মোদির সিদ্ধান্ত তাদের পক্ষে একটা ধাক্কা। আর ভোটের কথা বললে, এখানে প্রধানমন্ত্রী মোদি ও মুখ্যমন্ত্রী যোগীর সঙ্গে কেউ টক্কর দিতে পারবে না। রাজ্য যোগীর জনপ্রিয়তা অব্যাহত রয়েছে। 


সাক্ষী মহারাজের মন্তব্যের তীব্র সমালোচনা করেছে সমাজবাদী পার্টি (সপা)।  দলের আধিকারিক ট্যুইটার হ্যান্ডেলে ট্যুইট করা হয়েছে যে, বিজেপি সাংসদ সাক্ষী মহারাজ বলছেন, কৃষি বিল ফের ফিরিয়ে আনতে পারে বিজেপি সরকার। কৃষকদের কাছে মিথ্যে ক্ষমাপ্রার্থীদের এটাই হল আসল রূপ। 


উল্লেখ্য, ৩ কৃষি আইন প্রত্যাহার করার ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । কৃষকদের ফের মাঠে ফেরার আবেদন জানিয়েছেন তিনি। যদিও আন্দোলনকারীদের দাবি, আগে কৃষি আইন প্রত্যাহারে সিলমোহর দিক সংসদ।