কলকাতা: কৃষিকাজে আগ্রহ রয়েছে! মাঠে ঘাটে নেমে ধান রোয়া নয়, দেশের কৃষিকাজের উন্নয়ন, কৃষকদের জীবনধারণ কাছ থেকে দেখায় বোঝায় আগ্রহ! তাহলে শীঘ্রই সুবর্ণ সুযোগ আসতে চলেছে। ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া ইতিমধ্যেই নোটিস জারি করেছে। শীঘ্রই একাধিক পদে লোক নিয়োগ করবে তারা। দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ শ্রেণির কর্মী নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। 


ফুট কর্পোরেশন অফ ইন্ডিয়ায় প্রচুর লোক নিয়োগ


এখনও পর্যন্ত এ নিয়ে বিজ্ঞপ্তি জারি করেনি ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া। কবে থেকে আবেদন করা যাবে, বা কবে আবেদন করার শেষ দিন, তা-ও খোলসা করা হয়নি এখনও পর্যন্ত। আগামী দিনে তা ধাপে ধাপে তা প্রকাশ করা হবে। তার জন্য ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া-র ওয়েবসাইটে নজর রাখতে হবে। 


সব মিলিয়ে  ৪ হাজার ৭১০ জন কর্মী নিয়োগ করা হবে বলে জানিয়েছে ফুড কর্পোরেশনবন অফ ইন্ডিয়া। চাকরিতে আবেদনের জন্য কী যোগ্যতা প্রয়োজন এবং অন্য খুঁটিনাটি তথ্য জেনে নিন বিশদে। 


আরও পড়ুন: Bowbazar House Cracked : বউবাজারে একের পর এক বাড়িতে ফাটল, ফের কেন এই পরিস্থিতি ? কী বলছেন যাদবপুরের অধ্যাপক ?


আবেদন কবে থেকে করা যাবে, এখনও তা জানানো হয়নি। কবে আবেদনের শেষ তারিখ, তা-ও ক্রমশ প্রকাশ্য। কত টাকা ফই জমা দিতে হবে, খোলসা করা হয়নি তা-ও। আবেদন জমা দেওয়ার পর জানানো হবে অ্যাডমিট কার্ড সংগ্রহের দিন ক্ষণ। 


ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া জানিয়েে, দ্বিতীয় ক্যাটেগরিতে ৩৫টি পদে কর্মী নিয়োগ করা হবে। তৃতীয় ক্যাটেগরিতে ২ হাজার ২১টি এবং চতুর্থ ক্যাটেগরিতে ২ হাজার ১৫৪টি পদে কর্মী নিয়োগ করবে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া। 


অষ্টম শ্রেণি উত্তীর্ণ থেকে স্নাতক, আবেদন করতে পারেন সকলেই


এই পদে আবেদনের জন্য অষ্টম, দশম শ্রেণি উত্তীর্ণ এবং সরকার অনুমোদিত কলেজ এবং বোর্ড থেকে স্নাতক পাশ করে থাকলেই চলবে। প্রথমে লিখিত পরীক্ষা নেওয়া হবে। তার পর শারীরিক কার্যক্ষমতার পরীক্ষা নেওয়া হবে। সব শেষে যোগ্যতা এবং অন্য প্রমাণ এবং নথিপত্র যাচাই করে দেখবেন কর্তৃপক্ষ।


এখনও পর্যন্ত যে তথ্য মিলেছে, তাতে অনলাইনই আবেদন জমা দিতে হবে। শীঘ্রই সেই মর্মে বিজ্ঞপ্তি জারি করবে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া। তার জন্য চাকরিপ্রার্থীদের ওয়েবসাইটে নজর রাখার আর্জি জানানো হয়েছে।