নয়াদিল্লি: সাক্ষাৎ পেতে ভারতীয়দের অপেক্ষার সময় দু’ছরের বেশি। চিনের নাগরিকদের অপেক্ষার সময় মাত্র দু‘দিন। আমেরিকার ভিসা (US Visa) প্রদানকারী আমেরিকার বিদেশ মন্ত্রকের (US State Department) ওয়েবসাইটের বিরুদ্ধে এমনই বৈষম্যমূলক আচরণের অভিযোগ উঠল। শুধু তাই নয়, আমেরিকার ভিসা-সাক্ষাৎ পেতে পাকিস্তানের (Pakistan) নাগরিকদের ভারতীয়দের তুলনায় কম সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে বলে অভিযোগ।


আমেরিকার ভিসা পেতে দীর্ঘ অপেক্ষা ভারতীয়দের!


আমেরিকার বিদেশ মন্ত্রকের ওয়েবসাইটে ভিসার জন্য সাক্ষাতের যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে, তাতে ভারতীয়দের ৮৩৩ দিন অপেক্ষা করতে হবে। দিল্লি থেকে ভিসার আবেদন করলে এই সময় লাগবে। মুম্বই থেকে আবেদন করলে সময় লাগবে ৮৪৮ দিন। অন্য দিকে, চিনের নাগরিকদের মাত্র দু’দিন অপেক্ষা করতে হবে। পাকিস্তানের নাগরিকদের অপেক্ষা করতে হবে ৪৫০ দিন।


একই ভাবে ভারতীয় পড়ুয়া, যাঁরা আমেরিকায় পড়াশোনা করতে চান, ভিসার জন্য সাক্ষাৎ পেতে তাঁদের অপেক্ষা করতে হবে ৪৩০ দিন। দিল্লি বা মুম্বই, যেখানে থেকেই আবেদন করা হোক না কেন, সময়সীমা একই। পাকিস্তানের ইসলামাবাদ থেকে আবেদন করলে সে দেশের পড়ুয়াদের অপেক্ষা করতে হবে মাত্র একদিন। চিনের পড়ুয়াদের দু’দিন অপেক্ষা করতে হবে।


আরও পড়ুন: Small Saving Schemes: কিষাণ বিকাশ পত্র, সিনিয়র সিটিজেন সেভিংসে বাড়ল সুদের হার


এই মুহূর্তে আমেরিকা সফরে রয়েছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বুধবার আমেরিকার বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে সাক্ষাতে বিষয়টি তুলে ধরেন তিনি। করোনাকালে উদ্ভুত পরিস্থিতি, কর্মীর সংখ্যা কমে যাওয়াতেই এমন সমস্যা বলে যুক্তি দেন আমেরিকার এক কূটনীতিক। কিন্তু গোটা ঘটনায় ভারতীয়দের প্রতি আমেরিকার  আচরণ বৈষম্যমূলক বলে উঠছে অভিযোগ। আগামী কয়েক মাসে এই পরিস্থিতি থেকে মুক্তি মিলবে বলে যদিও জানিয়েছেন ওই কূটনীতিক।


ভারতের চেয়ে ঢের সুবিধাজনক জায়গায় চিন, পাকিস্তান


ভারতে আমেরিকার দূতাবাসের মুখপাত্র ক্রিস এল্মস জানিয়েছেন, লকডাউন, সামাজিক দূরত্ববিধি, এ সবে জেরেই কিছু সমস্যা হয়েছিল। সাম্প্রতিক কালে ভারত থেকেই সর্বাধিক পড়ুয়া আমেরিকার ভিসার জন্য আবেদন করছেন। পরিস্থিতি সামাল দিতে নতুন করে আধিকারিক নিয়োগ করা হচ্ছে। প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বহু লোকজনকে। আগামী দিনে কনস্যুলারের সুবিধা মিলবে একাধিক জায়গায়। তবে আমেরিকার তরফে বিষয়টি হালকা ভাবে দেখানো হলেও, বিতর্ক শুরু হয়েছে।