নয়া দিল্লি : দেশের মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন রাজীব কুমার (Rajiv Kumar)। রবিবার দেশের ২৫ তম মুখ্য নির্বাচন কমিশনারের দায়িত্ব নেন প্রাক্তন এই অর্থসচিব (Former Finance Secretary)। ২০২০-র ১ সেপ্টেম্বর থেকে নির্বাচনী আধিকারিক হিসেবে নির্বাচনী প্যানেলের অংশ ছিলেন।  


ভারতের প্রধান নির্বাচন কমিশনারের পদে নতুন ব্যক্তি। সম্প্রতি রাষ্ট্রপতি ওই পদে নিযুক্ত করেন রাজীব কুমারকে (Rajib Kumar)। এর আগে ওই পদে ছিলেন সুশীল চন্দ্র। তাঁর জায়গায় আসেন রাজীব কুমার।


আরও পড়ুন ; ভারতের মুখ্য নির্বাচন কমিশনার পদে রাজীব কুমার, সরছেন সুশীল চন্দ্র


আইনমন্ত্রীর টুইট-বার্তা: নিয়োগের বিষয়ে টুইটারে পোস্ট করেন ভারতের আইনমন্ত্রী কিরেন রিজিজু। টুইট বার্তায় তিনি লেখেন, রাজীব কুমারকে ভারতের মুখ্য নির্বাচন কমিশনার পদে নিয়োগ করেছেন ভারতের রাষ্ট্রপতি।


 





কে এই রাজীব কুমার:


২০২০ সালের সেপ্টেম্বর মাসে ভারতের নির্বাচন কমিশনে যোগ দিয়েছিলেন রাজীব কুমার। নির্বাচন কমিশনার পদে যোগ দিয়েছিলেন তিনি। তার আগে পাবলিক এন্টারপ্রাইস সিলেকশন বোর্ডের চেয়ারম্যান পদে ছিলেন তিনি। ১৯৮৪ সালের ব্যাচের ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের বিহার-ঝাড়খন্ড ক্যাডারের অফিসার ছিলেন রাজীব কুমার।              


এর আগে কোন কোন পদে:


এর আগে একাধিক গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব সামলেছেন রাজীব কুমার। সেন্ট্রাল বোর্ড অফ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এসবিআই, নাবার্ডের ডিরেক্টর পদে ছিলেন তিনি। ইকোনমিক ইনটেলিজেন্স কাউন্সিলের (Economic Intelligence Council) সদস্য ছিলেন তিনি। ফিনান্সিয়াল স্টেবিলিটি অ্যান্ড ডেভেলপমেন্ট কাউন্সিলেরও সদস্য ছিলেন রাজীব কুমার। এছাড়াও সামলেছেন আরও একাধিক অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ।