চেন্নাই: অসুস্থ কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী কথা প্রবীণ সিপিএম নেতা ভিএস অচ্যুতানন্দন। তাঁকে তিরুবনন্তপুরমের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ইন্টেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) রাখা হয়েছে বলে খবর। আইসিইউ-তে তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা।শ্রী উথারাদোম থিরুনাল হাসপাতালের মেডিক্যাল সুপার জানিয়েছেন, অ্যাকিউট গ্যাসট্রোয়েনটেরিটিসে ভুগছেন ভিএস অচ্যুতানন্দন। আইসিইউ-তে তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা। হাসপাতালের সোমবারের বুলেটিনে জানানো হয়েছে, এর পাশাপাশি তাঁর ডাইসেলেকট্রোলেমিয়া ও মূত্রাশয়ের সমস্যাও ধরা পড়েছে।
অসুস্থতার জন্য প্রবীণ এই সিপিএম নেতা রাজ্যের অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস কমিশনের চেয়ারপার্সনের পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। দুই বছর আগে স্ট্রোক হয়েছিল তাঁর। এরপর থেকেই সক্রিয় রাজনীতিতে তাঁকে দেখা যায়নি। পরে অচ্যুতানন্দনকে তাঁকে আলাপুঝা জেলায় নিজের শহরে ফিরিয়ে আনা হয়েছিল।
২০০৬-এ রাজ্যের প্রবীণতম মুখ্যমন্ত্রী হিসেবে কার্যভার গ্রহণ করেছিলেন অচ্যুতানন্দন। ২০০৬ থেকে ২০১১ পর্যন্ত কেরলের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার পালন করেছেন তিনি। ২০১৬ তে বামজোটের ক্ষমতায় ফিরে আসার পর তাঁকে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস কমিশনের চেয়ারপার্সন করা হয়েছিল। ওই পদ ছিল ক্যাবিনেট মন্ত্রী পর্যায়ের। চলতি বছরের শুরুর দিক পর্যন্ত ওই পদে ছিলেন তিনি। কেরল বিধানসভার তিনবারের বিরোধী দলনেতা ছিলেন অচ্যুতানন্দন।