নয়াদিল্লি: গতকালই নিজের উত্তরসূরিকে করোনা মোকাবিলায় পাঁচ দফা পরামর্শ দিয়ে চিঠি দিয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। তার পরিপ্রেক্ষিতে এবার উত্তর দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন।
মনমোহন সিং-কে পাল্টা চিঠিতে স্বাস্থ্যমন্ত্রী লিখেছেন, আপনি টিকাকরণের গুরুত্ব বোঝেন। কিন্তু, আপনার দলে যাঁরা গুরুত্বপূর্ণ পদে আছেন এবং আপনার দল যে সব রাজ্যে ক্ষমতায় আছে সেখানকার পদাধিকারীরা টিকাকরণের গুরুত্ব বোঝেন না।
দেশে বাড়তে থাকা সংক্রমণ নিয়ে উদ্বিগ্ন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। করোনা মোকাবিলায় গতকালই নিজের উত্তরসূরি তথা বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পাঁচ দফা পরামর্শ সম্বলিত চিঠি দিয়েছিলেন তিনি।
চিঠিতে টিকাকরণের উপর জোর দেওয়া, জরুরি প্রয়োজনে কেন্দ্রের ১০ শতাংশ ভ্যাকসিন বিতরণ করা, করোনা মোকাবিলায় সামনে সারিতে লড়াই করছেন এমন ৪৫ বছরের কমবয়সিদের টিকাকরণে গুরুত্ব দেওয়া, তহবিল গঠন করে বেশি পরিমাণে টিকা উৎপাদন এবং ইউরোপীয় মেডিকেল এজেন্সির অনুমোদন পেয়েছে এমন কোনও সংস্থার টিকা এদেশে আনা যায় কি না তা খতিয়ে দেখার মতো পরামর্শ দিয়েছেন কংগ্রেসের বর্ষীয়ান এই নেতা।
তাঁর সেই চিঠিরই আজ উত্তর দেন স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। চিঠিতে মনমোহনের টিকাকরণে জোর দেওয়ার পরামর্শ কেন্দ্র সাদরে গ্রহণ করেছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। কিন্তু, এই মর্মে কংগ্রেসের ভূমিকাকে কাঠগড়ায় দাঁড় করান তিনি। লেখেন, ডঃ সিং এটা খুবই দুঃখের যে করোনার বিরুদ্ধে লড়াইয়ে টিকাকরণের গুরুত্ব আপনি বুঝলেও, আপনার দলে যাঁরা গুরুত্বপূর্ণ পদে আছেন এবং আপনার দল যে সব রাজ্যে ক্ষমতায় আছে সেখানকার পদাধিকারীরা টিকাকরণের গুরুত্ব বোঝেন না।
তিনি আরও লিখেছেন, এটা ভেবে অবাক হয়ে যেতে হয় যে এই পরিস্থিতিতেও ভ্যাকসিন তৈরি এবং বিশ্বজুড়ে তা ছড়িয়ে দেওয়ার পরও কংগ্রেসের সিনিয়র সদস্যরা দেশের বিজ্ঞানীদের প্রতি কোনও কৃতজ্ঞতা প্রকাশ করেননি।
প্রসঙ্গত, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত ২ লাখ ৭৩ হাজার ৮১০ জন। মৃত্য হয়েছে ১ হাজার ৬১৯ জনের।