মুম্বই: মধ্যরাতে বড় ধরনের বিপর্যয় মায়ানগরীতে (Mumbai News)। সেখানে চার তলার একটি বাড়ি ভেঙে পড়েছে (Building Collapse)। তাতে চাপা পড়ে মৃত্যু হয়েছে ৩০ বছর বয়সি এক যুবকের। আহত হয়েছেন কমপক্ষে ১২ জন।  এখন ধ্বংসস্তূপের নিচে কমপক্ষে ১০ জন আটকে রয়েছে বলে খবর। পুলিশ এবং প্রশাসন ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। ধ্বংসস্তূপ সরিয়ে সকলকে উদ্ধারের চেষ্টা চলছে। 


মধ্যরাতে বাড়ি ভেঙে পড়ে বিপত্তি মুম্বইয়ে


মুম্বইয়ের কুরলার নায়েক নগর সোসাইটির ঘটনা। মধ্যরাতে আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বহুতল আবাসনের অংশ চারতলার একটি ভবন।  রাত সাড়ে ১১টা নাগাদ এই বিপর্যয় ঘটে। তাতে হুড়োহুড়ি পড়ে যায় গোটা এলাকায়। বাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা। 


খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে হাজির হয় পুলিশ, দমকল এবং উদ্ধারকারী দল। ধ্বংসস্তূপ থেকে টেনে বার করা হয় ১২ জবকে। ঘাটকোপারের রাজওয়াড়ি হাসপাতালে ভর্তি করা হয় সকলকে। তাঁদের মধ্যে এক যুবকেরই মৃত্যু হয়। হাসপাতালে নিয়ে যেতে যেতেই তিনি মারা যান বলে জানা গিয়েছে। 


আরও পড়ুন: 



খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে হাজির হন মহারাষ্ট্রের মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের ছেলে আদিত্য ঠাকরে। দাঁড়িয়ে থেকে পরিস্থিতি তদারকি করেন তিনি। তাঁর তত্ত্বাবধানেই শুরু হয় উদ্ধারকার্য। তবে রাত গড়িয়ে গেলেও, এখনও ধ্বংসস্তূপ থেকে সকলকে উদ্ধার করা সম্ভব হয়নি। ঘটনাস্থলে পৌঁছেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীও। 


এখনও ধ্বংসস্তূপে আটকে বেশ কয়েক জন


বৃহন্মুম্বই পুরসভার তরফে জানানো হয়েছে যে, ওই আবাসনের সকল বাসিন্দাকে আপাতত ফ্ল্যাট ছাড়তে বলা হয়েছে। এলাকার অন্য বাসিন্দাদেরও নিরাপদ দূরত্বে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু তার পরেও বহু মানুষই বাড়ি ছাড়েননি বলে জানা গিয়েছে। পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে পুরসভার তরফে।