পাটনা: পড়ে গিয়ে কাঁধের (shoulder) হাড় (bone)ভাঙল (fracture) আরজেডি (rjd) সুপ্রিমো লালুপ্রসাদ যাদবের (laluprasad yadav)। সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে,পিঠেও চোট পেয়েছেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী।
কী ভাবে দুর্ঘটনা?
সূত্রের খবর, রবিবার তাঁর বাসভবনেই দুর্ঘটনা ঘটে। সিঁড়ি থেকে পড়ে সদ্য পঁচাত্তর পেরোনো লালুপ্রসাদ যাদব। এমনিতেই তাঁর স্বাস্থ্য খুব একটা ভালো নয়। মাঝেমধ্যেই অসুস্থতার খবর পাওয়া যায়। সূত্রের খবর কিডনি সংক্রান্ত অসুখের চিকিৎসার জন্য বিদেশযাত্রার পরিকল্পনা করছিলেন আরজেডি প্রধান। কিন্তু তার আগেই নতুন বিপদ। এদিন দ্রুত হাসপাতালে নিয়ে দৌড়তে হয় তাঁকে। তবে এই মুহূর্তে কাঁধ ও পিঠের ব্যথা ছাড়া অন্য কোনও সমস্যা নেই তাঁর, বলছে সূত্র।
যে জায়গায় চোট লেগেছে,আপাতত তার চারপাশে ক্রেপ ব্যান্ডেজ জড়িয়ে দিয়েছেন চিকিৎসকরা। বাড়িও ফিরে আসার অনুমতি দেওয়া হয়েছে লালুকে। তবে ওষুধ চলবে নিয়মিত। পশুখাদ্য কেলেঙ্কারির একাধিক মামলায় তাঁকে দোষী সাব্যস্ত করেছে রাঁচির বিশেষ সিবিআই আদালত। গত ফেব্রুয়ারিতে পশুখাদ্য কেলেঙ্কারির পঞ্চম মামলায় লালু প্রসাদ যাদবকে ৫ বছরের কারাদণ্ড ও ৬০ লাখ টাকা জরিমানা শোনায় রাঁচির সিবিআইয়ের বিশেষ আদালত। কয়েকমাস আগে জামিনে মুক্তি পেয়ে বাড়ি ফিরেছিলেন। সঙ্গে ছিলেন স্ত্রী রাবরি দেবীও। তবে এদিনের বিপদ এড়ানো গেল কিছুতেই।
আরজেডি-র অক্সিজেন
সংসদীয় রাজনীতিতে ফিরতে পারেন বলে বেশ কিছু মাস আগে পর্যন্ত আত্মবিশ্বাসী ছিলেন আরজেডি সুপ্রিমো। কিন্তু পশুখাদ্য কেলেঙ্কারির পঞ্চম মামলায় রায় ঘোষণার পর সেই আশা কিছুটা হলেও স্তিমিত হয়। তবে রাজনৈতিক দিক থেকে বিহারে শক্তি বাড়িয়েছে তাঁর দল। হালেই বিহার বিধানসভার চার এআইএমআইএম প্রতিনিধি আরজেডি-তে যোগ দিয়েছেন। লালুপুত্র তেজস্বী যাদব দলের এই শক্তিবৃদ্ধিতে যারপরনাই খুশি। তাঁরা বিরোধী আসনে থাকা সত্ত্বেও অন্য দলের সদস্যরা যে ভাবে আরজেডি-তে আসছেন তাতে ইতিবাচক ইঙ্গিতই পেয়েছেন তেজস্বী।
বাস্তবে ছবিটা তাই কিনা, সেটা অবশ্য বুঝতে আরও কিছুটা অপেক্ষা জরুরি।
আরও পড়ুন:'বিভাজন নয়, ঐক্যই শান্তি-সমৃদ্ধির চাবিকাঠি', মন্তব্য প্রধান বিচারপতির