নয়াদিল্লি: অল্ট নিউজের প্রতিষ্ঠাতা সাংবাদিক মহম্মদ জুবেইরের (md zubair) নামে ফের পরোয়ানা (warrant) জারি। এবার উত্তরপ্রদেশের লখিমপুর খেরির (lakhimpur kheri)পুলিশ তাঁর বিরুদ্ধে পরোয়ানা আনে। দুই সম্প্রদায়ের মধ্যে শত্রুতা তৈরির অভিযোগে গত বছর মহামান্ডি পুলিশ স্টেশনে মহম্মদ জুবেইরের নামে মামলা দায়ের হয়। তার প্রেক্ষিতেই নতুন পরোয়ানা।
পরোয়ানার পর পরোয়ানা...
সীতাপুরের ঘটনায় হালেই জুবেইরের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে সুপ্রিম কোর্ট। তার মধ্যে ফের নতুন পরোয়ানা। সংবাদসংস্থা এএনআই জানাচ্ছে, লখিমপুর খেরির এক আদালতের নির্দেশেই মহামান্ডি পুলিশ স্টেশনে গত সেপ্টেম্বরে একটি এফআইআর রুজু হয়। সেই মামলার প্রেক্ষিতেই অল্ট নিউজের অন্যতম প্রতিষ্ঠাতাকে ১১ জুলাইয়ের মধ্যে কোর্টে আসতে বলা হয়েছে। এএনআইয়ের রিপোর্ট অনুযায়ী, জুবেইর সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য টুইটারে ভুয়ো খবর ছড়িয়েছিলেন বলে অভিযোগ করেন আশিস কুমার কাটিয়ার নামে এক ব্যক্তি। সেই অনুযায়ী ভারতীয় দণ্ডবিধির ১৫৩ (এ) ধারায় মামলা দায়ের করা হয়। লক্ষণীয় বিষয় হল, দিনদুয়েক আগেই অভিযুক্ত সাংবাদিককে দিল্লি থেকে সীতাপুর আনা হয়েছিল। তার আগে অন্য একটি মামলায় জেলবন্দি হয়েছিলেন জুবেইর। গত সপ্তাহে গ্রেফতার করা হয়েছিল তাঁকে।
কীসে গ্রেফতারি
২০১৮ সালের একটি টুইটের জন্য গ্রেফতার করা হয়েছে অল্ট নিউজের প্রতিষ্ঠাতা সাংবাদিক মহম্মদ জুবেইরকে। দিল্লি পুলিশের এফআইআর অনুযায়ী, জুবেইর যে টুইটটি তা 'অত্যন্ত উস্কানিমূলক এবং মানুষের মধ্যে ঘৃণার অনুভূতি জাগানোর জন্য যথেষ্ট' ছিল। তবে এত পুরনো একটি টুইট নিয়ে হঠাৎ এখন কেন হইচই, সেটা নিয়ে প্রশ্ন তোলে নানা মহল। প্রতিবাদ জানিয়ে বিবৃতি দেয় এডিটর্স গিল্ড। তীব্র সমালোচনা ধেয়ে আসে কংগ্রেস সাংসদ শশী তারুর থেকে তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েনের কাছ থেকে। তবে তাতেই শেষ হয়নি। একের পর এক পরোয়ানা এসেই চলেছে সাংবাদিকের নামে।