নয়াদিল্লি: টানা ন’দিন ধরে বৃদ্ধির পর শুক্রবার সাময়িক থামল পেট্রোল-ডিজেলের (Fuel Price) দাম। শুক্রবার দিল্লি, কলকাতা, মুম্বই, চেন্নাই—এই চার মেট্রোপলিটন শহরেই এ দিন পেট্রোল-ডিজেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। বিগত দশ দিনে বৃহস্পতিবারই নবমবারের জন্য দাম বেড়েছিল পেট্রোল-ডিজেলের (Petrol Diesel Price)।
দেশের চার মেট্রোপলিটন শহরে পেট্রোল-ডিজেলের দাম অপরিবর্তিত
বর্তমানে রাজধানী দিল্লিতে লিটার প্রতি পেট্রোল ১০১.৮ টাকা এবং লিটার প্রতি ডিজেল ৯৩.০৭ টাকা দরে বিক্রি হচ্ছে বলে জানিয়েছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন। কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১১১.৩৫ টাকা এবং লিটার প্রতি ডিজেল ৯৬.২২ টাকা দরে বিক্রি হচ্ছে।
বাণিজ্য শহর মুম্বইয়ে লিটার প্রতি পেট্রোল এবং ডিজেলের দাম যথাক্রমে রয়েছে ১১৬.৭২ টাকা এবং ১০০.৯৪ টাকায়। চেন্নাইয়ে যথাক্রমে ১০৭.৪৫ এবং ৯৭.৫২দাম রয়েছে লিটার প্রতি পেট্রোল এবং ডিজেলের।শ্রীনগরে ১১৮.৭৫ টাকা ও ১০১.৪৩ টাকা দরে বিকোচ্ছে পেট্রোল এবং ডিজেল।
আরও পড়ুন: SSC: হাইকোর্টের নির্দেশে এসএসসির প্রাক্তন উপদেষ্টাকে তলব সিবিআই-এর রাত পর্যন্ত জেরা।Bangla News
গত ২২ মার্চ থেকে লাগাদার দাম বাড়ছে পেট্রোল এবং ডিজেলের। এর মধ্যে মাত্র দু’দিন দাম অপরিবর্তিত রাখা হয়। মেট্রোপলিটন শহরগুলিতে বৃহস্পতিবার লিটারে মূল্যবৃদ্ধি হয়েছিল ৭০ থেকে ৮৫ পয়সা পর্যন্ত।
পেট্রোল ইতিমধ্যেই সর্বকালীন ভয়ঙ্কর রেকর্ড গড়ে ১১১টাকা হয়ে গিয়েছে। পেট্রোলের টার্গেট কি দেড়শো পার করা, প্রশ্ন সাধারণ মানুষের। ডিজেল গুটি গুটি পায়ে ১০০-র ঘরের দিকে এগোচ্ছে। তাতে নাভিশ্বাস উঠছে মধ্যবিত্তের।
উত্তরপ্রদেশ-সহ পাঁচ রাজ্যে ভোটের আবহ শুরু হতেই হঠাৎ করে পেট্রোল-ডিজেল-রান্না গ্যাসের দাম বাড়া বন্ধ হয়ে যায়। এর পর ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের জেরে বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম চরমে ওঠে। কিন্তু, তারপরও ভারতে পেট্রোপণ্যের দাম বাড়ানো হয়নি। তখনই বিরোধীরা প্রশ্ন তুলেছিল, তাহলে কি ভোট আছে বলেই দাম বাড়ানো হচ্ছে না? আর ভোট মিটে গেলেই ফের পেট্রোল-ডিজেল-রান্নার গ্যাসের দাম বাড়ানো শুরু হবে? ১০ মার্চ পাঁচ রাজ্যের ভোটের ফল বের হয়। আর ফল বেরোনোর ঠিক ১১ দিনের মাথা থেকে লাগাতার বাড়তে শুরু করে পেট্রোল-ডিজেলের দাম।