নয়া দিল্লি : গত মাসে ইউক্রেনে (Ukraine) হামলা শুরু করে রাশিয়া (Russia)। এই পরিস্থিতিতে এবার ভারতে এলেন রাশিয়ার বিদেশমন্ত্রী সার্জি লাভরভ। দুদিনের সফরে বৃহস্পতিবার ভারতে পৌঁছন তিনি। আজ, শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দেখা করতে পারেন বলে জানিয়েছেন রাশিয়া বিদেশমন্ত্রকের মুখপাত্র মারিয়া জাখারোভা। যদিও প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার বিদেশমন্ত্রীর সাক্ষাতের কোনও নিশ্চিত খবর নেই।


রাশিয়ার বিদেশমন্ত্রীর ভারতে আগমন নিয়ে একটি ভিডিও পোস্ট করেছেন বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি। ক্যাপশনে তিনি লিখেছেন, রাশিয়ান ফেডারেশনের বিদেশমন্ত্রী সার্জি ল্যাভরভকে স্বাগত। তিনি একটি সরকারি সফরে নয়া দিল্লিতে পৌঁছেছেন।


লাভরভের সফরের প্রস্তুতি নিয়ে ওয়াকিবহাল মহল বলছে যে, ভারতের রাশিয়ান অপরিশোধিত তেল ক্রয় এবং দ্বিপাক্ষিক বাণিজ্যের জন্য রুপি-রুবেল পেমেন্ট সিস্টেম স্থাপন করা নিয়ে জয়শঙ্করের সঙ্গে তাঁর আলোচনা হতে পারে। ভারত রাশিয়ার S-400 মিসাইল সিস্টেমের বিভিন্ন সামরিক হার্ডওয়্যার এবং উপাদানগুলির সময়মতো সরবরাহের জন্য চাপ দিতে পারে।


দুই দিনের চিন সফর সেরে গতকাল ভারতে আসেন রাশিয়ার বিদেশমন্ত্রী। লাভরভের ভারত সফর মার্কিন উপ-জাতীয় নিরাপত্তা উপদেষ্টা দলীপ সিং এবং ব্রিটিশ বিদেশ সচিব লিজ ট্রাসের সমসাময়িক। এদিকে গত সপ্তাহেই চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই ভারত সফরে এসেছিলেন।


উল্লেখ্য, গত বৃহস্পতিবার, ভারত ইউক্রেনে মানবিক সঙ্কটের বিষয়ে রাশিয়ার চাপিয়ে দেওয়া একটি রেজোলিউশনে বিরত ছিল। যা উভয় দেশের সংঘাতে তার নিরপেক্ষ অবস্থানের প্রতিফলন হিসাবেই প্রতিষ্ঠিত। ভারত কূটনীতি ও সংলাপের মাধ্যমে এই সংকট সমাধানের জন্য চাপ দিয়ে আসছে।


এদিকে একের পর এক রুশ ক্ষেপণাস্ত্র হামলায় বিধ্বস্ত ইউক্রেনের বিভিন্ন শহর। কিভ, মারিউপোল, খারকিভ, সুমির মতো শহর এখন ধ্বংসস্তূপ! লুহানস্কে এক দিনে হয়েছে প্রায় ৪০ বার হামলা! প্রাণ বাঁচাতে ঘণ্টার পর ঘণ্টা হেঁটে বৃষ্টি আর কনকনে ঠান্ডার মধ্যেও শরণার্থী শিবিরে ভিড় করছেন ইউক্রেনের বাসিন্দারা।