উদয়পুর: করোনা টিকার ডবল ডোজ (Covid Vaccine) নেওয়ার পরেও ওমিক্রন আক্রান্ত (Omicron) হয়েছিলেন। আর ওমিক্রনমুক্ত হওয়ার পর মৃত্যু হল রাজস্থানের (Rajasthan) বাসিন্দার। সূত্রের খবর, গত শুক্রবার সকালে রাজস্থানের উদয়পুরে (Udaipur) মৃত্যু হয়েছে বছর ৭৩-এর বৃদ্ধের। জানা গিয়েছে নার্সিং স্টাফ ছিলেন ওই বৃদ্ধ। এ দিন উদয়পুরের MBGH হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে।
এমবিজিএইচ হাসপাতালের সুপার ডাঃ আরএল সুমন জানিয়েছেন, গত ১৫ ডিসেম্বর হাসপাতালে ভর্তি করা হয় ওই রোগীকে। এ দিনই তাঁর কোভিড রিপোর্ট পজিটিভ আসে। এ ছাড়াও শ্বাসকষ্টের সমস্যা, নিউমোনিয়ার মতো একাধিক উপসর্গও ছিল তাঁর। চিকিৎসার পর গত ২১ ডিসেম্বর তাঁর করোনার রিপোর্ট নেগেটিভ আসে। পাশাপাশি ২৫ ডিসেম্বর জিনোম সিকোয়েন্সিংয়ের রিপোর্টে জানা যায় ওমিক্রণ ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছিলেন ব্যক্তি। তবে পরপর দু-বারই করোনার রিপোর্ট নেগেটিভ এলে তাঁকে জেনারেল বেডে স্থানান্তরিত করা হয়।
হাসপাতালের সুপার এ প্রসঙ্গে বলেন, 'ব্যক্তির ডবল ডোজই নেওয়া ছিল। তবে এই প্রথমবারই করোনা সংক্রমিত হয়েছিলেন তিনি। পরপর দু-বার ব্যক্তির করোনা রিপোর্ট নেগেটিভ আসায় তাঁকে জেনারেল বেডে দেওয়া হয়েছিল। যদিও ব্যক্তির শ্বাসকষ্টের সমস্যা থাকায় বাইপ্যাপ মাস্ক পরানো ছিল বৃদ্ধকে।
উদয়পুরের স্বাস্থ্য অধিকর্তা দিনেশ খারারি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, কোভিড পরবর্তী নিউমোনিয়া, ডায়াবেটিস, হাইপারটেনশন, থাইরয়েডের মতো একাধিক কোমর্বিডিটির কারণেই তাঁর মৃত্যু হয়েছে।
এ বিষয়ে হাসপাতাল সূত্রে খবর, গত বৃহস্পতিবার রাতে ব্যক্তির শারীরিক অবস্থার অবনিতি হলে তাঁকে ভেন্টিলেশনে দেওয়া হয়। অক্সিজেনের মাত্রাও কমতে থাকে। শেষপর্যন্ত গত শুক্রবার সকালে মৃত্যু হয় বৃদ্ধের।
এর আগে মহারাষ্ট্রে এক ওমিক্রন আক্রান্তের মৃত্যু হয়েছিল। এটিই দেশে প্রথম করোনার নতুন ভ্যারিয়েন্টে আক্রান্তের মৃত্যু। তবে জানা গিয়েছিল হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল তাঁর। ৫২ বছর বয়সি ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে ভুগছিলেন। সম্প্রতি নাইজেরিয়া থেকে দেশে ফিরেছিলেন মহারাষ্ট্রের ওই ব্যক্তি। পুনের পিম্পরির এক হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুর দুই দিন পর বৃহস্পতিবার তাঁর জিনোম সিকোয়েন্সিংয়ের রিপোর্টে দেখা যায়, তিনি ওমিক্রনে আক্রান্ত ছিলেন।