বিজেন্দ্র সিংহ, নয়া দিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কনভয় মাঝপথেই প্রায় ২০ মিনিট আটকে রইল ভাতিন্দার কাছে। যে ঘটনা নিয়ে রাজধানীতে শোরগোল শুরু।  প্রধানমন্ত্রীর নিরাপত্তায় বড়সড় ‘গাফিলতি’ হয়েছে, এমন অভিযোগ করা হয়েছে। 


ঠিক কী হয়েছে? 


বৃহস্পতিবার ভাতিন্দার কাছে পথে আটকে গেলেন মোদি। প্রায় ২০ মিনিট আটকে পড়ে প্রধানমন্ত্রীর কনভয়। বিজেপির তরফে অভিযোগ করা হয়, ‘রাস্তায় নিরাপত্তা না দেওয়ায়, এগোতে পারেনি কনভয়। পাঞ্জাব সরকার নিরাপত্তা দেয়নি, তাই এমন ঘটনা।' এই বিষয়ে পাঞ্জাব সরকারের থেকে রিপোর্ট চাইল স্বরাষ্ট্রমন্ত্রক।                                                                                



এই ঘটনার প্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানান হয়েছে,‘প্রধানমন্ত্রীর সফর নিয়ে আগেই জানানো হয়েছিল রাজ্যকে’। এদিকে, গোটা ঘটনাটি দুঃখের, দায়ী পাঞ্জাব সরকার, এমনটাই ট্যুইট করেছেন বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা। অন্যদিকে, প্রধানমন্ত্রী ফিরে আসায় বাতিল হয়েছে লুধিয়ানার সভা। দিল্লিতে ফিরে আসছেন প্রধানমন্ত্রী মোদি, এমনটাই জানা গিয়েছে।                                          


আরও পড়ুন, বৃহস্পতিবার শুরু হচ্ছে উচ্চমাধ্যমিকের ফর্ম ফিল-আপ, কী কী নিয়ম মানতে হবে?


জগৎ প্রকাশ নাড্ডা বলেছেন, "এটি দুঃখজনক যে পাঞ্জাবের জন্য হাজার হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প চালু করতে প্রধানমন্ত্রী যাচ্ছিলেন। তাঁর সেই সফর ব্যাহত হয়েছে। তবে আমরা এমন মানসিকতাকে পাঞ্জাবের অগ্রগতিতে বাধা হতে দেব না এবং পাঞ্জাবের উন্নয়নের জন্য প্রচেষ্টা চালিয়ে যাব।"                   


ডিসেম্বরে  নিজের নির্বাচনী কেন্দ্র বারাণসীতে গিয়েছিলেন মোদি। ২ হাজার ৯৫ টাকার ২৭টি নতুন প্রকল্পেরও উদ্বোধন করেন সেখানে। সেখানে দাঁড়িয়েই বিরোধীদের নিশানা করেন তিনি। বলেন, “ওদের অভিধানে কী আছে, তা ভাল ভাবেই জানেন আপনারা। ওদের আচরণ এবং চিন্তাভাবনাতেও তার প্রকাশ পায়, পরিবারবাদ, মাফিয়াবাদ এবং বেআইন ভাবে সম্পত্তি জবরদখল। পূর্বাঞ্চলের উন্নয়ন হলে ওদের সমস্যা।”