নয়াদিল্লি : ইন্দোনেশিয়ার বালিতে G-20 সম্মেলনের ( G-20 Summit ) প্রথম দিন খাদ্য ও জ্বালানি সরবরাহে গুরুত্ব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ( Narendra Modi )। সোমবার বালিতে তাঁকে স্বাগত জানান ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডো।


মঙ্গলবার বালিতে G20 শীর্ষ সম্মেলনে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাশিয়া-ইউক্রেন যুদ্ধে  বিরতির আহ্বান জানান। সেই সঙ্গে  প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তন, কোভিড মহামারী নিয়েও কথা বলেন। তিনি আরও বলেন,  "ভারতের energy security বিষয়টি সারা বিশ্বের জন্যই বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ ভারত বিশ্বের দ্রুত উন্নয়নশীল অর্থনীতি"। মোদি বলেন, "আমাদের জ্বালানি সরবরাহের উপর কোন বিধিনিষেধ লাগু করা উচিত নয় এবং শক্তির বাজারে স্থিতিশীলতা নিশ্চিত করা উচিত।" ইন্দোনেশিয়ায় বৈঠকের পর, ভারত এক বছরের জন্য ভারত Group of 20 presidency র সভাপতিত্ব গ্রহণ করবে।


এর আগে সোমবার, মার্কিন প্রেসিডেন্ট জো বিডেন শি জিনপিংয়ের সাথে তার রাষ্ট্রপতির প্রথম ব্যক্তিগত বৈঠকের সময় তাইওয়ানের প্রতি চীনের "জবরদস্তিমূলক এবং ক্রমবর্ধমান আক্রমনাত্মক পদক্ষেপ" নিয়ে সরাসরি আপত্তি জানিয়েছিলেন, কারণ দুই পরাশক্তি নেতা প্রতিযোগিতায় তাদের পার্থক্য "পরিচালনা" করার লক্ষ্য নিয়েছিলেন। বিশ্বব্যাপী প্রভাবের জন্য।


মোদিকে উষ্ণ অভ্যর্থনা জানান প্রবাসী ভারতীয়রা। G-20 সম্মেলনের বাইরে দ্বি-পাক্ষিক সম্পর্ক নিয়ে বিভিন্ন রাষ্ট্রনেতাদের সঙ্গে পার্শ্ব বৈঠক করবেন মোদি। জো বাইডেন, ঋষি সুনক-সহ বিশ্বের ২০টি দেশের রাষ্ট্রপ্রধানরা দু’ দিনের সম্মেলনে যোগ দিয়েছেন।


এখান থেকেই আগামী এক বছরের জন্য G-20 সম্মেলনের দায়িত্ব নেবে ভারত। অন্যদিকে, বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠকের পরই করোনা আক্রান্ত কাম্বোডিয়ার প্রধানমন্ত্রী। যোগ দেননি G-20 সম্মেলনে।


এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবিপি আনন্দ য়