ITBP Constable Recruitment 2022: ইন্দো টিবেটিয়ান বর্ডার পুলিশ ফোর্স (ITBP)-এ প্রচুর পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। এই পদে আবেদনের ক্ষেত্রে যোগ্য প্রার্থীরা অনলাইনে রেজিস্টার করতে পারবেন। এই শূন্যপদগুলির জন্য আবেদন প্রক্রিয়া এখনও শুরু হয়নি। আবেদনগুলি ২৩ নভেম্বর থেকে শুরু হবে। এই পদগুলিতে আবেদনের শেষ তারিখ ২২ ডিসেম্বর ২০২২৷ 


ITBP Recruitment 2022: অনলাইনে আবেদন
ইন্দো টিবেটিয়ান বর্ডার পুলিশ ফোর্সের কনস্টেবল পদে কেবল অনলাইনে আবেদন করা যাবে। এর জন্য আপনাকে ITBP-র এই অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে, যার ঠিকানা হল – recruitment.itbpolice.nic.in । এই শূন্যপদগুলির জন্য শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে। অন্য কোনও মাধ্যমে করা আবেদন গ্রহণ করা হবে না.


ITBP Recruitment 2022: শূন্যতার বিবরণ
এই নিয়োগের মাধ্যমে মোট ২৮৭টি পদ পূরণ করা হবে যার বিশদ বিবরণ নিচে দেওয়া হল।


Total Posts – 287
Constable Tailor – 18 Posts
Constable Gardner – 16 Posts
Constable Cobbler – 31 Posts
Constable Safai Karmachari – 78 Posts
Constable Washerman – 89 Posts
Constable Barber – 55 Posts


ITBP Recruitment 2022: শিক্ষাগত যোগ্যতা 
এই পদে চাকরিপ্রার্থীদের স্বীকৃত বোর্ড থেকে দশম শ্রেণি উত্তীর্ণ হতে হবে। প্রার্থীরা কনস্টেবল টেলর, গার্ডনার ও কোবলার পদের জন্য আবেদন করতে পারেন। এছাড়াও সংশ্লিষ্ট ট্রেডে যাদের আইটিআই ডিপ্লোমা আছে তারা এখানে আবেদনের যোগ্য। পাশাপাশি কনস্টেবল সাফাই কর্মী, ওয়াশারম্যান, বার্বার পদের জন্য কেবল দশম উত্তীর্ণরা আবেদন করতে পারবেন।


ITBP Recruitment 2022: বয়সসীমা কী রাখা হয়েছে ?
এই নিয়োগের জন্য আবেদনের বয়সসীমা আলাদা রাখা হয়েছে।  কনস্টেবল, টেলর, গার্ডনার, কোবলার পদের জন্য বয়সসীমা ১৮ থেকে ২৩ বছর নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে কনস্টেবল, সুইপার ও বার্বার পদে বয়সসীমা রাখা হয়েছে ১৮ থেকে ২৫ বছর।


ITBP Recruitment 2022: আবেদন ফি কত
UR, OBC, EWS বিভাগের প্রার্থীদের ITBP-র এই শূন্যপদগুলির জন্য আবেদন করতে ১০০ টাকা ফি দিতে হবে। যদিও SC, ST, মহিলা ও প্রাক্তন সার্ভিসম্যানদের আবেদন ফি দিতে হবে না। আপনি বিস্তারিত জানতে অফিশিয়াল ওয়েবসাইট দেখে নিন।


আরও পড়ুন : IBPS Calendar 2023: শীঘ্রই IBPS ক্যালেন্ডার ২০২৩ প্রকাশিত হবে, ব্যাঙ্ক প্রবেশিকা পরীক্ষার জন্য প্রস্তুতি নিন এইভাবে


Education Loan Information:

Calculate Education Loan EMI