গুয়াহাটি : একটা সই। আর তাকে কেন্দ্র করে মাতোয়ারা নেট দুনিয়া। একের পর এক মিম, জোকসে ছয়লাপ সামাজিক মাধ্যম। 


ঘটনাটা কী ?


গুয়াহাটি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এক আধিকারিকের সই নিয়েই এত 'কাণ্ড' ! প্রথম প্রথম অনেকে সইটাকে দেখে হিজিবিজি লেখা ভেবেছিলেন। কিন্তু, ঠিক করে দেখতেই সব খোলসা হয়ে যায়। আর তার পরেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে একের পর এক জোক, মিম।


রমেশ নামে জনৈক এক ট্যুইটার ব্যবহারকারী সংশ্লিষ্ট সইটি শেয়ার করেছেন। গুয়াহাটি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অর্থোপেডিক বিভাগের রেজিস্ট্রাটের সিলের ওপর সই করা রয়েছে। ছবিতে দেখা যাচ্ছে, ওই আধিকারিক তথ্য ভেরিফাই করে তাতে সই করেছেন। তবে, সংশ্লিষ্ট সই দেখে ওই রেজিস্ট্রারের নাম উদ্ধার করা দুরূহ।



পোস্টটি শেয়ার করে রমেশ লিখেছেন, অনেক সুন্দর সুন্দর সই দেখেছেন তিনি, তবে এই অফিসারের সইটি সেরা। এই পোস্টে একাধিক লাইক পড়ে। অনেক রিট্যুইটও করেন। আপাতত দৃষ্টিতে সইটিকে দেখে সজারুর মেরুদণ্ড মনে হচ্ছে, বলে মন্তব্য করেন অনেক ট্যুইটার ব্যবহারকারী। শুধু তাই নয়, কেউ কেউ নানা ধরনের সইয়ের ছবি শেয়ার করতে থাকেন।


একজন তো এমন একটি সইও শেয়ার করেছেন, যেখানে স্বাক্ষরকারী পাখি এঁকেছেন। একজন টুইটার ব্যবহারকারী রসিকতা করে লিখেছেন যে, স্বাক্ষরটি কৃত্রিম বুদ্ধিমত্তাকেও পরাজিত করতে পারে। এই অফিসারকে সিক্রেট সার্ভিসে নিযুক্ত করা যেতে পারে। 


গত বছর কেরলের ওয়েইনাড়ের মান্নানাথাভাড়ির বিডিও এম কে জয়নের সইও ভাইরাল হয়েছিল নেট মাধ্যমে। সইয়ের সঙ্গে ময়ূরের মিল পাওয়া গিয়েছিল। সংবাদ মাধ্যম ডেকান হেরাল্ড সূত্রে জানা গিয়েছিল, দশম শ্রেণিত পড়ার সময় শিক্ষকের উপদেশ মতো ময়ূরের মতো সই রপ্ত করে ফেলেন জয়ন।