নয়াদিল্লি: আবারও আইনি বিপাকে শিল্পপতি গৌতম আদানি এবং তার সংস্থা Adani Group. আমেরিকার তদন্তকারী সংস্থা সরাসরি আদানি এবং তাঁর সাত সহযোগীর বিরুদ্ধে জালিয়াতি, প্রতারণার অভিযোগ তুলেছে। ভারতে সৌরশক্তি প্রকল্পের বরাত পেতে আদানি গোষ্ঠী ভারতীয় আধিকারিকদের ঘুষ দিয়েছিল বলে অভিযোগ তোলা হয়েছে। সবমিলিয়ে ভারতীয় আধিকারিকদের আদানিরা ২০২৯ কোটি টাকা ঘুষ দিয়েছিলেন বলে অভিযোগ। অভিযোগপত্রে ভারতের একাধিক রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের নামও উঠে এসেছে। নাম রয়েছে অন্ধ্রপ্রদেশ,  ওড়িশা, তামিলনাড়ু, ছত্তীসগঢ়, জম্মু ও কাশ্মীরের। (Gautam Adani Indictment) 


আমেরিকার আদালতে যে অভিযোগপত্র জমা পড়েছে, তাতে বলা হয়েছে, যে ২০২৯ কোটি টাকা ঘুষবাবদ ভারতীয় আধিকারিকদের দিয়েছে আদানি গোষ্ঠী, তার একটি মোটা অংশ অন্ধ্রপ্রদেশে বিদ্যুৎ সরবরাহের বরাত পাওয়ার জন্য খরচ করা হয়েছে। ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত ওই টাকা খরচ করা হয়। ওই সময়ে অন্ধ্রপ্রদেশে ক্ষমতায় ছিলেন YSR কংগ্রেসের জগন রেড্ডি। সরাসরি বিজেপি নেতৃত্বাধীন NDA বা কংগ্রেস নেতৃত্বাধীন I.N.D.I.A জোটের শরিক না হলেও, গুরুত্বপূর্ণ বিল পাসের ক্ষেত্রে সংসদে কেন্দ্রের বিজেপি সরকারকেই সমর্থন করে YSR কংগ্রেস। একই কথা প্রযোজ্য নবীন পট্টনায়কের দলের ক্ষেত্রেও। কংগ্রেসের আমলে ছত্তীসগঢ়েও আদানিরা সরকারি প্রকল্পের বরাত পেতে ঘুষ দিয়েছে বলে যে অভিযোগ, তারও পূর্ণ তদন্তের দাবি তুলেছেন কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী। বিজেপি শাসিত হোক বা বিরোধী শাসিত, যেখান যেখান থেকে অভিযোগ এসেছে, সবগুলি খতিয়ে দেখতে হবে, দোষীদের চিহ্নিত করে শাস্তির দাবি তুলেছেন তিনি। (Adani Group)


নবীন পট্টনায়কের আমলে ওড়িশা, DMK শাসনাধীন তামিলনাড়ু, কংগ্রেসের হাতে থাকা তদানীন্তন ছত্তীসগঢ় সরকার এবং কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা তদানীন্তন জম্মু ও কাশ্মীরের একাধিক প্রকল্পের বরাত পেতে আদানি গোষ্ঠী সরকারি আধিকারিকদের মোটা টাকা ঘুষ দেয় বলে অভিযোগ।


এর মধ্যে কেন্দ্রীয় সরকারের সৌরশক্তি উৎপাদন কেন্দ্র নিয়েই সবচেয়ে বড় অভিযোগ সামনে এসেছে। বলা হয়েছে, Adani Green Energy এবং অন্য একটি পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎপাদনকারী সংস্থা Solar Energy Corporation of India (SECI)-এর বরাত পায়। ঠিক হয় SECI-কে ১২ গিগাওয়াট সৌরবিদ্যুৎ প্রদান করা হবে। কিন্তু আদানি গোষ্ঠীর সঙ্গে চুক্তি হয়ে গেলেও, কোনও গ্রাহক খুঁজে পায়নি SECI. কারণ যে দামে সৌরশক্তি বিক্রির কথা বলা হয়, তাতে পোষায়নি কোনও রাজ্যের।


এর পরই আদানি গোষ্ঠী বেশ কিছু রাজ্যের আধিকারিকদের ঘুষ দিয়ে সৌরবিদ্যুৎ বিক্রির চেষ্টা করে বলে অভিযোগ। কিন্তু আমেরিকার যে সমস্ত ব্যাঙ্ক এবং বিনিয়োগকারীদের কাছ থেকে ওই প্রকল্পবাবদ হাজার হাজার কোটি টাকা তুলেছিল আদানি গোষ্ঠী, তাদের গোটা বিষয়টি সম্পর্কে অন্ধকারে রাখা হয়।