গাজিয়াবাদ : মোদিনগরে শোরগোল। বিয়েবাড়িতে নান তৈরির সময় কারিগর মেশালেন লালা ! ভয়ংকর !


মোদিনগরের এই ঘটনা ঘিরে শোরগোল পড়ে গিয়েছে।  এই ঘটনা সংক্রান্ত একটি ভিডিও-ও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।  জানা গিয়েছে, একটি বিয়ে বাড়িতে  এক পাচক লালা ব্যবহার করে সকলের জন্য নান রুটি তৈরি করছিলেন। সেই খাবারই পরিবেশিত হয় নিমন্ত্রিতদের পাতে। সেই সংক্রান্ত একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওটি গোবিন্দপুরী কলোনির একটি বিয়ের অনুষ্ঠানের । সেখানেই এক পাচককে নান তৈরি করতে তার লালা ব্যবহার করতে দেখা যায়।


ভিডিওটি দেথে নেটিজেনরা রীতিমতো ক্ষুব্ধ ।  অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ওই ব্যক্তিকে ধরতে পুলিশ তদন্ত শুরু করেছে। ভিডিওতে, অভিযুক্তকে তন্দুরে রান্না করার আগে তার লালা দিয়ে নান তৈরি করতে দেখা যায়। ভিডিওটি দুদিন আগে তোলা এবং এখন ভাইরাল হয়েছে।


 






উত্তরপ্রদেশে অতীতেও একই ধরনের ঘটনা ঘটেছে। গত বছর, দৌসা বানজারপুর গ্রাম থেকে নানের ময়দায় থুতু ফেলার একটি ভিডিও প্রকাশ্যে এসেছিল। এ ঘটনায় থানায় মামলা দায়ের করে দুজনকে গ্রেফতার করা হয়। যার জন্য আবারও প্রশ্ন ওঠে রাস্তার ধারের খাবারের মান ও বিশ্বাসযোগ্যতা নিয়ে । ২০২১ সালের অক্টোবরে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে থুথু দিয়ে রুটি ও নান তৈরির একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হচ্ছে । ভিডিওতে দেখা যায়, তন্দুরে রুটি ঢোকানোর সময় কারিগর থুথু দিয়ে মাখছে । গাজিয়াবাদে পুলিশ ভাইরাল হওয়া এই ভিডিওটি নিয়ে তদন্ত করে ও গ্রেফতার করা হয়। 


এর আগে , মিরাট থেকেও এরকম ঘটনা সামনে আসে।  একটি বিয়েবাড়িতে থুথু দিয়ে রুটি তৈরির ছবি প্রকাশ্যে আসে।  


 



                                       +