নয়াদিল্লি: সামান্য কারণে কচুরি বিক্রেতার সঙ্গে বচসা। তারপর কার্যত রণংদেহী মূর্তি ধারণ করলেন এক তরুণী। একটি পার্কে ওই তরুণীর কাণ্ডকারখানার ভিডিও এখন সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। ভিডিওতে ওই তরুণীকে কচুরি খাওয়ার সময় দোকানদারের সঙ্গে বচসা করতে দেখা গিয়েছে। আর এই বচসার মধ্যেই বিক্রেতার সাইকেলে লাথি মেরে জিনিসপত্র ফেলে দেন ওই তরুণী। এই ঘটনায় সোশাল মিডিয়ায় তীব্র সমালোচনার মুখে পড়েছেন ওই তরুণী। ইউজারদের একটা বড় অংশ দোকানদারের প্রতি সহমর্মিতা জানিয়েছেন। 


ভাইরাল ভিডিওতে যে ঘটনা সামনে এসেছে তা হল,  কচুরি খাওয়ার সময় ওই তরুণী দোকানদারের কাছে পেঁয়াজ চেয়েছিলেন।  কিন্তু  পেঁয়াজ ফুরিয়ে যাওয়ায় তা দিতে পারেননি দোকানদার। আর পেঁয়াজ না পেয়েই খাপ্পা হয়ে উঠেন ওই তরুণী। দোকানদারের সঙ্গে বচসা জুড়ে দেন তিনি।উত্তেজনার বশে কিছু আপত্তিকর শব্দও ওই তরুণীকে ব্যবহার করতে দেখা যায়। 


গোলমাল হচ্ছে দেখতে পেয়ে পার্কে থাকা অন্যান্য লোকজনও চলে আসেন। তাঁরা ওই তরুণীকে শান্ত করার চেষ্টা করেন। কিন্তু তাঁদেরকেও রেয়াত করেননি ওই তরুণী।  লোকজন ওই তরুণীকে কচুরি বিক্রেতাকে দাম চুকিয়ে দেওয়ার কথা ওই তরুণীর মেজাজ সপ্তমে চড়ে যায়। দোকানদারের সাইকেলে লাথি মারেন। এরফলে সাইকেলে রাখা দোকানদারের জিনিসপত্র মাটিতে পড়ে যায়। 



ওই তরুণীর মেজাজ এরপরও শান্ত হয়নি। এক ব্যক্তি ঘটনার ভিডিও তুলছিলেন। তাঁর সঙ্গেও উত্তপ্ত বাদানুবাদে জড়িয়ে পড়েন ওই তরুণী। দোকানদার যখন তাঁর ক্ষতি পূরণের দাবি জানান, তখন ওই তরুণী তাঁকে থাপ্পড়ও কষিয়ে দেন। আশেপাশের লোকজনের সঙ্গেও তাঁর উত্তপ্ত বাক্য বিনিময় চলছে থাকে। লোকজন  তখনও তাঁকে শান্ত হতে বলে। কিন্তু তরুণী কিছুতেই ক্ষান্ত হওয়ার মুডে ছিলেন না। 


এই ঘটনার ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। লোকজন ওই ঘটনায় তাঁদের প্রতিক্রিয়া জানাচ্ছেন। অধিকাংশই ওই তরুণীর আচরণের নিন্দা করেছেন। তাঁরা ওই দোকানদারের পাশে দাঁড়িয়েছেন।